promotional_ad

ইয়ো ইয়ো টেস্টের ফলাফল প্রকাশ্যে, ক্রিকেটারদের সতর্ক করল বিসিসিআই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৫০ ওভারের ম্যাচ খেলে অ্যাডিলেড টেস্টের প্রস্তুতি সারবে ভারত

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

কদিন আগেই ঘোষণা হয়েছে ভারতের এশিয়া কাপের স্কোয়াড। দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বেঙ্গালুরুতে চলছে ক্যাম্প। সেখানেই ভারতীয় ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট করা হয়েছে। এরপর ইন্সটাগ্রামে খালি গায়ে একটি ছবি দিয়ে বিরাট কোহলি লিখেছিলেন ইয়ো ইয়ো টেস্টে ১৭.২ পয়েন্ট পেয়েছেন তিনি।


এই বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই বিষয়ে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দলের গোপনীয় কোনো কিছু যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেন ক্রিকেটাররা। এই বিষয়ে সবাইকে মৌখিকভাবে জানিয়ে দেয়া হয়েছে।


promotional_ad

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'গোপনীয় কোনো কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে ক্রিকেটারদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রেনিংয়ের ছবি তারা অবশ্যই দিতে পারে। তবে এই ধরনের স্কোর প্রকাশ করা তাদের আচরণবিধির লঙ্ঘন।'


এক সময় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে করা হতো বিপ টেস্ট। যদিও সময়ের পরিক্রমায় ক্রিকেটারদের ফিটনেস যাচাই করতে এখন প্রায় প্রতিটি দলই ইয়ো ইয়ো টেস্টকে প্রাধান্য দেয়। এটি ক্রিকেটারদের সার্বিক ফিটনেসের পরিমাপক না হলেও নুন্যতম ধারণা পেতেই এই টেস্ট নেয়া হয়।


ভারতীয় দলের এই ফিটনেস পরীক্ষায় ন্যূনতম স্কোর ধরা হয়েছিল ১৬.১। সেই তুলনায় কোহলি অনেক এগিয়ে ছিলেন। এ কারণেই মূলত নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেঁছে নিয়েছিলেন বর্তমান বিশ্বের অন্যতম ফিট এই ক্রিকেটার।


সব দলেরই ইয়ো ইয়ো টেস্ট হলেও কেউই আনুষ্ঠানিকভাবে এর ফলাফল প্রকাশ করে না। কারণ এতে করে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ থাকে। মূলত এই ধারণা থেকেই ক্রিকেটারদের সতর্ক করল বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball