'তিন ফরম্যাটেই রান তাড়ার সেরা কোহলি'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস
৪ ফেব্রুয়ারি ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে। তাদের সামনে ৪৪৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ভারত।
দলটির আশার আলো হয়ে অপরাজিত আছেন বিরাট কোহলি। অন্যপ্রান্তে তার সঙ্গী অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে। এরই মধ্যে কোহলির নামের পাশে যোগ হয়েছে ৪৪ রান। রাহানে অপরাজিত আছেন ২০ রান নিয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন মনে করেন এই ম্যাচে জিততে হলে কোহলিকেই অসম্ভব কিছু করতে হবে।

যেকোনো ফরম্যাটেই রান তাড়ার জন্য কোহলিকে সবার চেয়ে এগিয়ে রাখছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। এই ম্যাচেও কোহলির কাছ থেকে এমন কিছুর আশায় আছেন তিনি। রান তাড়ায় ক্রিকেটের ইতিহাসের সঙ্গেই কোহলির নাম জড়িয়ে আছে বলে মনে করেন নাসের।
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
৩ ঘন্টা আগে
তিনি বলেন, 'যেকোনো ফরম্যাটে যদি এমন একজন ক্রিকেটার আপনি চান যে রান তাড়া করতে পারবে, এটা অবশ্যই বিরাট কোহলি। রান তাড়ায় ক্রিকেটের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বিরাট কোহলি। এটা দিনের আলোর মতো সত্য। সে সর্বদাই রান তাড়ায় মুখ্য ভূমিকা রাখতে পারে।'
নাসেরের কথা প্রেক্ষিতে যুক্তিও আছে। ৭৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ইনিংসে কোহলি ১ হাজার ৩৩ রান করেছেন। সেখানে তার ব্যাটিং গড় ৪৯.১৯। এমন পারফরম্যান্সের পরিসংখ্যান দেখে আশায় বুক বাধতেই পারে ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ভালো শুরু পেলেও ১৪ রানের বেশি করতে পারেননি কোহলি। শিকার হয়েছিলেন মিচেল স্টার্কের। যদিও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের পাত্তাই দেননি কোহলি। এরই মধ্যে তার নামের পাশে রয়েছে ৭টি বাউন্ডারিও।