বন্যার্তদের জন্য শিরোপা জিততে চায় পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘পাকিস্তানের ৮ ব্যাটারের কেউই জানে না মুস্তাফিজকে কীভাবে খেলতে হবে’
২ ঘন্টা আগে
সাম্প্রতিক সময়ে বন্যার কবলে পড়েছে পাকিস্তান। দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল ডুবে গেছে বন্যার পানিতে। এমন সময়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। ফাইনাল জিতে বন্যার্তদের মুখে হাসি ফোটাতে চায় বাবর আজমবাহিনী।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপের মিশন শুরু করে পাকিস্তান। এরপরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে দলটি। সুপার ফোরে অবশ্য উড়ন্ত সূচনা পায় দলটি।

সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে এক জয় পায় বাবরের দল। তারপরের ম্যাচে আফগানিস্তানকেও হারায় তারা। ফাইনালও নিশ্চিত করে দলটি। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য হারে তারা। ফাইনালেও সেই শ্রীলঙ্কাকেই পেয়েছে পাকিস্তান।
‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’
১৭ জুলাই ২৫
ফাইনাল শুরুর আগে দলটির অলরাউন্ডার শাদাব খান বলেন, ‘নজিরবিহীন আবহাওয়া পরিস্থিতির জেরে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এখন পানির নিচে। জলবায়ুসৃষ্ট এই বিপর্যয়ের সময় আমরা প্রিয় মাতৃভূমি থেকে দূরে, যা আরও বেদনাদায়ক। বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য টুর্নামেন্টটি আমরা জিততে চাই।’
‘আমরা ভালো দল। কিন্তু চ্যাম্পিয়ন দল চাপ ভালোভাবে সামাল দিতে পারে এবং দরকারি মুহূর্তগুলো জিতে ম্যাচ নিজের দিকে নিয়ে যেতে পারে। আর ফাইনালে এটিই আমাদের লক্ষ্য।’
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠা শ্রীলঙ্কার যাত্রাটাও ছিল দারুণ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে হারলেও বাংলাদেশকে হারায় তারা। সুপার ফোরে আফগানিস্তান, ভারত ও পাকিস্তান- তিন দলকেই হারায় তারা।