ক্ষুধার্ত কোহলির রানে ফেরার মিশন

ছবি: সংগৃহীত

|| সৈয়দ সামি, দুবাই থেকে ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
হার্দিক পান্ডিয়ার একটি বল পুল করে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মা??লেন বিরাট কোহলি। দুই হাত উঁচিয়ে দেখালেন বলটি ছক্কা হয়েছে। হার্দিকের মুখেও ছিল হাসি। শুক্রবার আইসিসির একাডেমী মাঠের নেটে কোহলির ব্যাটিং অনুশীলন ছিল এমনই প্রাণবন্ত।
এদিন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেধে নেটে ওদল-বদল করে ব্যাটিং করেছেন তিনি। ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজাদের বিপক্ষে বড় শট হাঁকানোর পর কোহলির তৃপ্তির হাসিই বলে দিচ্ছিল রানে ফিরতে কতটা মরিয়া তিনি।

আগামী ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে ভারত। এই ম্যাচে কোহলি-রোহিতের ওপেনিংয়ের গুঞ্জনও রয়েছে। নেটে এই দুজনের ব্যাটিং জুটি নিশ্চিত ভাবেই সেই গুঞ্জনকে ডালপালা মেলার অবকাশ করে দিচ্ছে।
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
সব বলের বিপক্ষেই যে কোহলি সাবলীল ব্যাটিং করেছেন তেমনটা কিন্তু নয়। বেশ কয়েকবার তাকে পরাস্তও করেছেন হার্দিক-ভুবনেশ্বর। পরের বলেই ভুল ত্রুটি সামলে আবারও ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন তিনি। এদিন পুল, হুক, ড্রাইভ সব ধরনের শটেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটার।
বর্তমান সময়টা ব্যাট হাতে ভালো না যাওয়ার কারণে প্রতিটি ম্যাচের আগেই আলোচনায় থাকে কোহলির ফর্ম। শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুলকেও কোহলির ফর্ম নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে। রাহুল মনে করেন বাইরে থেকে যতই সমালোচনা হোক সেই উত্তাপ গায়ে লাগান না তারা।
এ প্রসঙ্গে রাহুল বলেন, 'বাইরের থেকে করা মন্তব্য নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা সকলেই জানি সে বিশ্বমানের প্লেয়ার। বাইরে থেকে কে কী বলছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি না। সে কিছুটা বিরতি নিয়েছিল। মাত্রই ফিরেছে এবং নিজের ফর্ম নিয়ে কাজ করছে। আমিও চোটের কারণে ছিটকে গিয়েছিলাম। টিভিতে দেখেছি, সে ফর্মে ছিল না। তবে এখন সে আবার ফর্মে ফেরার চেষ্টা করছে। সে রানের জন্য ক্ষুধার্ত। সে যখন অধিনায়ক ছিল তখনও দলকে জেতানোর জন্য খেলার চেষ্টা করত, এখনও সেটাই করে। আমরা সকলেই চাই বিরাট ফর্ম ফিরে পাক।'
নেটে এদিন কোহলির ব্যাটিং সামনে থেকে পর্যবেক্ষণ করেছেন এশিয়া কাপে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করা ভিভিএস লক্ষ্মণ। কোহলির দৃষ্টিনন্দন বেশ কিছু শটের পর হাততালি দিয়ে স্বাগতও জানিয়েছেন তিনি। কোহলিকে রানে ফেরাতে আত্মবিশ্বাস যোগাতে কমতি রাখছে না ভারতীয় ম্যানেজমেন্ট।