নেপালের হেড কোচের দায়িত্বে মনোজ প্রভাকর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ খেলবে নেপাল

১৩ জুন ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ খেলবে নেপাল

নেপালের হেড কোচের দায়িত্ব পেলেন মনোজ প্রভাকর। ভারতের সাবেক এই অলরাউন্ডার পুবুদু দস্যনায়েকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। কানাডার হেড কোচের দায়িত্ব নিতে গত জুলাইয়ে নেপালের দায়িত্ব ছাড়েন দস্যনায়েকে।


এরপর হেড কোচের দায়িত্ব ভারতের সাবেক অলরাউন্ডারের কাঁধেই তুলে দেয় নেপালের ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশান অব নেপাল। সন্দীপ লামিচানেদের কোচ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রভাকরও।


promotional_ad

তিনি বলেন, 'নেপালে ক্রিকেটের প্রতি মানুষের যথেষ্ট আগ্রহ আছে। তাদের প্রতিভা এবং স্কিলও আছে। ক্রিকেটে তাদের আরও আগ্রহী করে তুলতে নেপাল ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।'


১৯৮৪ থেকে ১৯৯৬ সালের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের জার্সি গায়ে ৩৯টি টেস্ট এবং ১৩০টি ওয়ানডে খেলেছেন প্রভাকর। কোচ হিসেবেও যথেষ্ট অভিজ্ঞ তিনি। এর আগে রঞ্জির বেশ কয়েকটি দলে কোচিং করিয়েছেন তিনি।


দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশের কোচিং করতে দেখা গিয়েছে প্রভাকরকে। তা ছাড়া জাতীয় দলেও কোচিং করানোর অভিজ্ঞতাও আছে তার। ২০১৬ সালে আফগানিস্তানের বোলিং কোচ হিসেবেও কাজ করিয়েছিলেন প্রভাকর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball