promotional_ad

ইংল্যান্ডের মাটিতে আকবরদের ক্যাম্পের পরিকল্পনা বিসিবির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছর গ্রীষ্মে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবা ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের মাটিতে ক্যাম্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৫ জুলাই) এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন, বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ সুজন।


এই ক্যাম্পটি চলতি বছর আয়োজনের চিন্তা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটা হচ্ছে না। যুবাদের এই ক্যাম্পটি ৬০ দিনের হতে পারে বলে জানিয়েছেন তিনি। শুধু ক্যাম্প নয় সেখানে বেশ কিছু ম্যাচ খেলারও ব্যবস্থা করবে বিসিবি। এই বিষয়ে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বিসিবির আলোচনা হয়ে বলেও জানিয়েছেন এই বিসিবি কর্মকর্তা।


promotional_ad

এ প্রসঙ্গে সুজন বলেন, 'এটা নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। অনেক ভালো পরিকল্পনা ছিল। আমরা ইংল্যান্ডে আলাপ করেছিলাম। আমরা ওখানে একটা লম্বা সময় ক্যাম্প করতে পারি কিনা। আমরা মিস করছি এই বছরটা। কারণ জুলাই মাসের অর্ধেক হয়ে গেছে। সেপ্টেম্বর-অক্টোবরে গিয়ে আপনি ওই কন্ডিশনটা পাবেন না যেটা আমরা চাই। আমরা এখন থেকেই পরিকল্পনা করে রাখছি আগামী জুন-জুলাইয়ে আমরা যদি কোনো কাউন্টি দলের তত্ত্বাবধানে ৬০ দিনের ক্যাম্প করতে পারি। ক্যাম্পটা আমাদের প্রধান লক্ষ্য থাকবে ক্যাম্প। তবে ওখানে আমরা ম্যাচও খেলবো অল্প অল্প। তবে আমাদের ট্রেনিং সেশনটা ওখানে করতে চাই।'


যুবাদের দেখভাল করার জন্য বিশেষজ্ঞ কোনো কোচকেও আমন্ত্রণ জানাতে পারে বিসিবি। দেশের মাটিতে অফ সিজনে দেশের ক্রিকেটারদের খুব বেশি অনুশীলনের সুযোগ থাকে না। তাই ইংল্যান্ডের মাটিতেই আকবরদের এই ক্যাম্প আয়োজন করা পরিকল্পনা বিসিবির। এই ক্যাম্পের জন্য বাজেটও করা হয়ে গেছে বলে জানালেন সুজন।


তিনি বলেছেন, 'আমরা স্পেশালিষ্ট কোনো কোচকে আমন্ত্রণ জানাতে পারি সেখানে। বড় বড় কোচ যারা আছে তারা সাহায্য করতে পারে। ওইরকম কন্ডিশনে তারা যদি অনুশীলন করে অনেক আপগ্রেড হবে। দেখা যায় আমাদের অফ সিজনটা ইনডোরেও ভালো ট্রেনিং করতে পারি না বাংলাদেশে। আমরা যদি তাদের পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা করে দিতে পারি ওই সময়টায়, আমরা এটারই পরিকল্পনা করছি। আমরা অনেক দূর এগিয়েছি। আমরা একটা বাজেটও তৈরি করেছি। এ বছর আমরা করতে পারবো বলে মনে হচ্ছে না। আগামী বছর যেন করতে পারি সেটা এখন থেকে প্ল্যান করে রাখছি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball