ধোনির পাশে দাঁড়ালেন হোল্ডিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস তাঁর আত্মজীবনীমূলক বই ‘অন ফায়ারে' মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে নেমে ম্যাচ জয়ের কোনো চেষ্টাই করেননি ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্ম্যা, এমন অভিযোগ করেছেন স্টোকস।
পাকিস্তানকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয়ার জন্যই ভারত ম্যাচটি হেরেছিল বলে দাবি আব্দুল রাজ্জাকের। কদিন আগেই এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানের এই সাবেক অলরাউন্ডার।

স্টোকস তাঁর নিজের বইয়ে লিখেছেন, সেদিন ধোনি এবং কেদার যাদবের মন্থর ব্যাটিং দেখে তাঁরা বিস্মিতই হয়েছিলেন। কারণ রান তাড়া করতে নেমে যখন চার-ছয় মারার দরকার, তখন ধোনি সিঙ্গেলস নিচ্ছিলেন। এমন অভিযোগের পর ধোনির পাশে দাঁড়িয়েছেন মাইকেল হোল্ডিং।
ক্যারিবিয়ান এই ক্রিকেট গ্রেট বলেন, ‘জিততেই হবে, সে রকম বাঁচা মরার ম্যাচ তো আর ছিল না। তবে ম্যাচ হারব, এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত, সেটাও আমি মানছি না। খেলাটা আমি দেখেছি।'
ধোনির পক্ষ নিলেও হোল্ডিং মনে করেন এই ম্যাচে শতভাগ দেয়নি ভারত। তিনি বলেন, 'আমার মনে হয়েছে, ভারত হয়তো তাদের শতভাগ দেয়নি এই ম্যাচে। ধোনির মুখের প্রতিক্রিয়া দেখে আমার মনে হয়েছে, ম্যাচটা সে জিততেই চেয়েছিল।’