রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান জুনায়েদ খান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটার থেকে যারা রাজনীতিতে ক্যারিয়ার পাকাতে চান তাদের জন্য রোল মডেল ইমরান খান। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক এখন দেশটির প্রধানমন্ত্রী। ক্রিকেট ছাড়ার পর ইমরানের মতো রাজনীতিতে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান পেসার জুনায়েদ খান।
পাকিস্তানের জাতীয় দলে এখন ব্রাত্য জুনায়েদ। তবুও তাঁর বিশ্বাস আরও ৪-৫ বছর ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। এখন তাঁর লক্ষ্য আবারও জাতীয় দলে ফেরা। এরপর খেলা ছেড়ে দিয়ে রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান।

সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে এই পেসার বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় দলে জায়গা করে নেওয়া। আমার মনে হয় আরও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারব। যদি সেটা না হয় তাহলে আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চাইব। আমার পরিবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’
জুনায়েদ নিজেও রাজনৈতিক পরিবারের সন্তান। পাকিস্তানের সর্বশেষ সাধারণ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছে ছিল জুনায়েদের বাবার। যদিও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন তিনি। জুনায়েদ রাজনীতিতে যোগ দিয়ে ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান।
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট, ৭৬টি ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮৯ উইকেট শিকার করেছেন জুনায়েদ। জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি ২০১৫ সালে, টি-টোয়েন্টি ২০১৪ সালে।