টি-টোয়েন্টির সর্বকালের সেরা গেইল!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফোর জরিপে সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ক্রিস গেইল। মূলত ক্রিকইনফোর স্টাফদের ভোটে নির্বাচিত হয়েছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।
২০০৫ সালে সর্বপ্রথম টি-টোয়েন্টি খেলেন গেইল। ক্যারিয়ার জুড়ে ২০টিরও বেশি দলের হয়ে খেলেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ক্যারিবীয় তারকা।

এই ফরম্যাটে সর্বোচ্চ ২২টি সেঞ্চুরিও করেছেন গেইল। এ ছাড়া তাঁর ১৭৫ রানের ইনিংসটি টি-টোয়েন্টির ইতিহাসেই সর্বাধিক রানের ইনিংস। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনি।
টি-টোয়েন্টির সর্বকালের সেরা হওয়ার দৌড়ে গেইলকে প্রায় সমানে সমানে টেক্কা দিয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। সেরা চারে থাকা অন্য দুই ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।
ক্রিকইনফোর পাঠকদের ভোটে টি-টোয়েন্টির সর্বকালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তাঁর সঙ্গে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্দ্রে রাসেল।
রোহিত আইপিএলের ইতিহাসে তৃতীয় সেরা রান সংগ্রাহক। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। এই ফরম্যাটে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।