নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন রোহিত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে পুরো সফর থেকেই ছিটকে গেছেন ওপেনার রোহিত শর্মা। কিউইদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি।
সেই চোটই ওয়ানডে এবং টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে এই অভিজ্ঞ ওপেনারকে।রবিবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার ম্যাচে রোহিত ওপেনিংয়ের পরিবর্তে ব্যাট করতে আসেন তিন নম্বরে।

ব্যাটিং করার সময় ম্যাচের ১৭তম ওভারে কাফ মাসলে চোট পান এই মারকুটে ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন ভারতের ফিজিও। এরপর আর ব্যাট করতে পারেননি তিনি।
অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন রবিবারের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত। তিনি ৪১ বলে ৬০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান। যদিও ম্যাচ শেষে আরেক ওপেনার লোকেশ রাহুল জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ফিরবেন রোহিত। তবে তাঁর সেই আশঙ্কা সত্যি হয়নি।
তিনি বলেছিলেন, 'রোহিত ভালই আছে। চোটটা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে।' রোহিত ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে মায়াঙ্ক আগারওয়ালকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিউজিল্যান্ডে।