কপিল-অংশুমানদের স্থলাভিষিক্ত আরপি সিং-মদন লাল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছর স্বার্থের দ্বন্দ্বের জেরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অ্যাডভাইসরি কমিটি থেকে পদত্যাগ করেছিলেন ভারতের তিন সাবেক ক্রিকেটার কপিল দেব, অংশুমান গায়কোয়াদ এবং শান্ত রঙ্গস্বামী।
শুক্রবার (৩১ জানুয়ারি) তাদের বদলি হিসেবে আরপি সিং, মদন লাল এবং সুলক্ষণা নায়েককে নিয়ে নতুন অ্যাডভাইসরি কমিটি ঘোষণা করেছে বিসিসিআই। এই তিনজনেরই পরিচয় ভারতের সাবেক ক্রিকেটার।

ভারতের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা আগামী ১ বছরের জন্য তাদের নিয়োগ দিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সম্পাদক জয় শাহ।
সিদ্ধান্ত শেষে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আগামী এক বছরের জন্য তাদের নিয়োগ দেয়া হয়েছে।'
বিসিসিআইয়ের এই অ্যাডভাইসরি কমিটির প্রথম কাজ হবে ভারতের বর্তমান দুই নির্বাচক এমএসকে প্রসাদ এবং গগন খুদার বদলি নির্বাচন করা। নিউজিল্যান্ড সফর শেষে দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ভারতের বর্তমান নির্বাচকদের।
শুধু জাতীয় দলের নয়, নারী দলের ৫ জন নতুন নির্বাচক খুঁজতে হবে এই অ্যাডভাইসরি কমিটিকে। আর বয়সভিত্তিক পুরুষ দলেরও দুজন নতুন নির্বাচক খুঁজতে হবে আরপি সিং-মদন লালদের।