promotional_ad

অবসরের ঘোষণা দিলেন হাফিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৩৮ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন তিনি। এই অলরাউন্ডার শুক্রবার (১৭ জানুয়ারি) অবসরের ঘোষণা দিয়েছেন।


তিনি জানিয়েছেন, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাফিজ।



promotional_ad

এ প্রসঙ্গে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি খুবই ভাগ্যবান জাতীয় দলে খেলতে পেরে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই, এরপরই বিদায় জানাবো আন্তর্জাতিক ক্রিকেটকে।’


১৭ বছরের ক্যারিয়ার ইতি টানতে গিয়ে আবেগতাড়িত হয়ে হাফিজ বলেছেন, ‘পাকিস্তানের হয়ে ১৭ বছর ধরে খেলছি, নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি সবসসময়। তবে একটা সময় বোলিং খুব মিস করেছি।’


গত বছরের শেষের দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জায়গা পাননি হাফিজ। এরপরই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য আবারও পাকিস্তান দলের দরজা খুলে গেছে হাফিজের।



হাফ??জ সাদা পোষাকের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০১৮ সালে। এবার সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তানের ওয়ানডে দলে সুযোগ হয়নি হাফিজের।


এই ফরম্যাটে  ২১৮টি ম্যাচ খেলে ৬ হাজার ৬১৪ রান করেছে হাফিজ। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ১৩৯ উইকেট। ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ৯০৮ রান করেছেন হাফিজ। সেই সঙ্গে উইকেট নিয়েছেন ৫৪ টি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball