পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। যদিও লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার।
অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম শুরু থেকেই পাকিস্তান সফরের ব্যাপারে আগ্রহী নন। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, 'মুশফিক শুরু থেকেই কোনো আগ্রহ দেখায়নি (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে। অন্য যাদের সঙ্গে কথা হয়েছে তাঁরা বলছে শর্ট হলেই ভালো হয়। আমরা এটা তাদের (পিসিবিকে) বলেছিলাম।'
বিসিবি চাচ্ছে পাকিস্তানের মাঠে টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। এই প্রস্তাব মেনে নিচ্ছে না পিসিবি। দুইপক্ষের টানাপোড়নে তাই এখনও ঝুলে আছে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত।
পাকিস্তানের মাটিতে পিএসএল খেলতে সব খেলোয়াড়কেই রাজি করিয়েছে পিসিবি। তাই তারা চায় বাংলাদেশের সব খেলোয়াড়ও পাকিস্তানে খেলুক। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।