টি-টোয়েন্টি নয়, টেস্ট খেলার প্রস্তাব পাকিস্তানের

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী চলতি মাসের শেষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে পাকিস্তানের মাটিতে নিরাপত্তার কথা চিন্তা করে শুধু টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। পাকিস্তান অবশ্য আগে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছে আগে টেস্ট খেলতে। টি-টোয়ান্টি পরে খেললেও হবে।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'ওরা বলছে টেস্টটা আগে খেল। টি-টোয়েন্টিটা পরে একটা সময় খেলতে পারবো। কারণ এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পার্ট। এটা আমরা বাদ দিব কিভাবে।'
এ মুহূর্তে পাকিস্তানের মাটিতে কিছুতেই টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। আগে টি-টোয়ান্টি সিরিজ খেলে পাকিস্তানের নিরাপত্তা যাচাই করতে চায় বাংলাদেশ। এরপরই টেস্ট খেলতে চায় তাঁরা।
বাংলাদেশ দল পাকিস্তান গেলেও দলের কোচিং স্টাফদের বেশিরভাগই পাকিস্তান যেতে নারাজ। এ ছাড়া পাকিস্তান সফরে যেতে অনিচ্ছুক বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়। বেশিরভাগ খেলোয়াড় লম্বা সময়ের জন্য পাকিস্তান যেতে চাইছেন না। এটাই মূলত সফরটি ঝুলে থাকার কারণ।