promotional_ad

দ্রুতই পেস বোলিং কোচ পাচ্ছেন রুবেল-মুস্তাফিজরা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গেভেল্ট। দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব নিতে বিসিবির কাছ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।


এর ফলে শূন্য হয়ে গেছে বাংলাদেশের পেস বোলিং কোচের পদটি। ইতোমধ্যে নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিতে কাজ শুরু করে দিয়েছে বিসিবি। পাকিস্তান সফরের আগেই পেস বোলিং কোচ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন, বোর্ডের পরিচালক আকরাম খান। 



promotional_ad

আগামী জানুয়ারিতে তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের। যদিও সিরিজটি সংক্ষিপ্ত করার চেষ্টা চালাচ্ছে বিসিবি। আকরাম জানিয়েছেন পেস বোলিং কোচ নিয়েই পাকিস্তান যেতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকাও করে ফেলেছেন তাঁরা।


আকরাম বলেছেন, ‘আমি তো আজকে বসলাম বোর্ডে, কিছু শর্টলিস্ট আমরা করেছি। তাদের স্ট্যাট দেখেছি খুবই ভালো। এরমধ্যে আরো দুই-একজন ইনক্লুড করে এ সপ্তাহের মধ্যে কাজ শুরু করার চেষ্টা করবো। যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে, মাসখানেক সময় আছে, এজন্য আমরা ১০-১৫ দিনের মধ্যে সবকিছু কনফার্ম করবো।’


ল্যাঙ্গেভেল্টকে নেয়ার সময় তালিকায় যারা ছিলেন সেখান থেকেও দুই একজনের নাম রয়েছে বলে জানিয়েছেন আকরাম। তবে এই তালিকায় নতুন কয়েকজনের নামও যোগ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।



আকরামের ভাষ্যমতে, ‘দুই একজন ছিলেন এরকম আছে, আবার দুই-একজন নাই এরকমও আছে। এখন যেহেতু আমরা আবার নতুন করে নিয়োগ দিবো, তাই কয়েকজন নতুন কোচের নামও যোগ করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball