promotional_ad

পাকিস্তান সিরিজে ফিরছেন সাইফউদ্দিন?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

পিঠের চোটের কারণে ভারত সফরে খেলতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। একই কারণে অংশ নিতে পারছেন না বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারের।  


অক্টোবরের শেষের দিকে ৩ মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে যান সাইফউদ্দিন। এরপর থেকে বিশ্রামে আছেন তিনি। তার চোটের প্রধান চিকিৎসাই হল বিশ্রামে থাকা। নাহলে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সাইফউদ্দিনকে। 


তবে, বিশ্রামে কাজ না হলে অস্ত্রোপচার করা লাগতে পারে এই পেস বোলিং অলরাউন্ডারের। যদিও দেবাশীষ মনে করছেন, ছুরিকাঁচির নিচে যাওয়া লাগবে না তার। এর আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন সাইফউদ্দিন।



promotional_ad

দেবাশীষ বলেন, `রিপিটেড ইনজুরির প্রথম চিকিৎসা সার্জারী নয়, প্রাথমিকভাবে ওকে রেস্ট  নিতেই হবে। রেস্ট নিয়ে এটাকে হিল করাতে হবে, যদি রেস্টে হিল নাহয় সেক্ষেত্রে আমাদের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে দীর্ঘ। সেটাতেও যদি না হয় শেষ চিকিৎসা হিসেবে সার্জারী নিয়ে চিন্তা করতে পারবো। কিন্তু আমরা চিন্তা করছি, আপাতত মনে করছি সার্জারীর প্রয়োজন হবেনা। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টে সে পুরোপুরি সুস্থ হবে।`


`পরিকল্পনা মোতাবেক ডিসেম্বরের পর থেকে তাকে আমরা স্পোর্টস এক্টিভিটিজে নিয়ে আসবো। এর আগে আরেকটা স্ক্যান করে দেখতে হবে যে ওর ইনজুরির হিলিংটা পর্যাপ্ত কিনা, সেটা আশা করছি আমরা ডিসেম্বরের কোন এক সময় সেটা করবো। এবং ইনজুরি হিলিং যদি সেটিসফ্যাক্টরি হয় তাহলে আমরা ওকে প্ল্যান অনুযায়ী পরবর্তী রিহ্যাব প্রক্রিয়ায় নিয়ে যাবো। সব যদি ঠিক থাকে অর্থাৎ ওর ইনজুরি হিলিং যদি সন্তোষজনক হয় তাহলে আমরা আশা করছি পাকিস্তান সিরিজের জন্য জানুয়ারিতে প্রস্তুত করতে পারবো। দেবাশীষ আরও যোগ করেন।`


ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পিঠের চোটে ভুগছেন সাইফউদ্দিন। যে কারণে প্রথমে স্কোয়াডে থাকলেও শ্রীলঙ্কা সফরে যাওয়া হয়নি তাঁর। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দিয়ে মাঠে ফেরেন ডানহাতি এই পেসার।



এই সিরিজের পর আবারও মাথা চাড়া দিয়ে ওঠে তাঁর চোট। তাঁর স্ক্যান রিপোর্ট ইংল্যান্ড পাঠানো হয়। ধারণা করা হচ্ছে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল না আসায় ভারত সফরের স্কোয়াড থেকে বাদ দেয়া হয় সাইফউদ্দিনকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball