শফিউলের দ্বিতীয় শিকার পান্ত

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ১৩২/৬ (১৯ ওভার)
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।
শফিউলের দ্বিতীয় শিকার পান্তঃ
দারুণ খেলতে থাকা পান্তকে নাঈম শেখের ক্যাচ বানিয়ে আউট করেছেন শফিউল ইসলাম। তিনটি চারে ২৭ রান করে আউট হয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আফিফের ফিরতি ক্যাচে ফিরলেন দুবেঃ
ভারতের হয়ে অভিষিক্ত ব্যাটসম্যান শিভব দুবেকে নিজের বলেই দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরিয়েছেন আফিফ হোসেন। অভিষেক ম্যাচে দাবের ব্যাট থেকে এসেছে ৪ বলে ১ রান।

রান আউট হয়ে ফিরলেন ধাওয়ানঃ
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা শিখর ধাওয়ান ৪১ রান করে রান আউট হয়ে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের করা ১৫তম ওভারের পঞ্চম বলটি লেগ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেলের জন্য দৌড় দিয়েছিলেন তিনি। তবে তাঁকে মাঝ পথেই ফিরিয়ে দেন ঋষভ পান্ত। আর তাতেই রান আউট হয়ে যান ধাওয়ান।
বিপ্লবের দ্বিতীয়ঃ
একাদশ তম ওভারে বিপ্লবের উপর চড়াও হয়ে খেলতে গিয়ে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে আউট হন আইয়ার। তাঁর ব্যাট থেকে আসে ২২ রান।
বোলিংয়ে এসেই সফল বিপ্লবঃ
পাওয়ার প্লের পরেই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে বোলিংয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সফলও হয়েছেন। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ১৫ রান করা রাহুলকে অধিনায়কের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি।
পাওয়ার প্লেতে ধুকল ভারতঃ
শুরুতেই ওপেনার রোহিত শর্মাকে হারানোর পর ভারতের ইনিংস গড়ার চেষ্টা করছেন শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। শফিউল, আল আমিন এবং মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে হাতখুলে খেলতে পারছেন না ধাওয়ান-রাহুল।
শফিউলের শিকার রোহিতঃ
ভারতের হয়ে ইনিংস শুরু করেন দুই ওপেনার রোহত শর্মা এবং শিখর ধাওয়ান। শফিউল ইসলামের করা প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন রোহিত। ওভারের শেষ বলে রোহিতকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেন শফিউল।
নাঈম-দুবের অভিষেকঃ
বাংলাদেশের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান নাঈম শেখার। ২০১৯ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন এই তরুণ। আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকলেও তাঁর অভিষেক হয়নি সেবার।
বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শিভম দুবের। ভারতের ৮৩তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে অভিষেক হচ্ছে তাঁর। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশাভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক চাহার ও খলিল আহমেদ।