মিরপুরে ৭ বলে ৭ ছক্কা!

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের দুই ব্যাটসম্যান মোহাম্মদ নবি এবং নাজিবউল্লাহ জাদরান। দুজন মিলে ৪০ বলে স্কোরকার্ডে যোগ করেছেন ১০৭ রান।
তাদের ধুন্ধুমার ব্যাটিংয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। এই জুটি গড়ার মাঝে রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটসম্যান। টানা সাত বলে সাত ছক্কা মেরেছেন তাঁরা।

আফগানিস্তানের ইনিংসে ১৭তম ওভারে তেন্দাই চাতারার শেষ ৪ বলে ৪ ছক্কা মারেন মোহাম্মদ নবি। এরপরের ওভারে নেভিল মাদজিভাকে টানা তিন ছক্কা হাঁকান নাজিবউল্লাহ।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ৭ বলে ৭ ছক্কা হাঁকানোর কীর্তি দেখলো ক্রিকেট বিশ্ব। যদিও এটা যৌথভাবে গড়া রেকর্ড।
এর আগে একাই ৭ বলে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের মকরন্দ পাতিল। ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে ভিভা সুপারমার্কেটসের হয়ে মহিন্দ্র লজিস্টিকসের বিরুদ্ধে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ম্যাচটি আন্তর্জাতিক না হলেও রেকর্ড বুকে যুক্ত হয় তাঁর ৭ ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি আছে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস এবং ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের।
এ ছাড়া স্যার গ্যারি সোবার্স, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল-হক, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকসরা ঘরোয়া ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কার নজির গড়েছেন। বাংলাদেশের নাঈম ইসলামও ঘরোয়া ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন।