বিশ্বকাপ দল থেকে বাদ পড়ছেন হ্যাজেলউড-হ্যান্ডসকম্ব!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের জায়গা পাওয়া প্রায় নিশ্চিত। এই দুজনকে জায়গা দিতে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে পেসার জস হ্যাজেলউড ও ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে।
অস্ট্রেলিয়ার প্রভাবশালী গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এই সংবাদ জানিয়েছে। তারা জানিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপের টিকেট পেতে যাচ্ছেন শন মার্শ ও ঝাই রিচার্ডসন।
উসমান খাওয়াজা, শন মার্শ ও হ্যান্ডসকম্বের মধ্যে যেকোনো দুজন পাবেন বিশ্বকাপের টিকেট। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টিকে যাচ্ছেন খাওয়াজা ও শন মার্শ। ফলে বাদ পড়তে হচ্ছে হ্যান্ডসকম্বের।

চলতি বছর ব্যাট হাতে ৭৬৯ রান করেছেন খাওয়াজা। যা যেকোনো অজি ব্যাটসম্যানের সর্বাধিক রান। তার চেয়ে বেশি রান করতে পারেননি চলতি বছর আর কোনো দলের ব্যাটসম্যানরাও।
স্টিভ স্মিথের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে হ্যান্ডসমম্বের। ভারতের বিপক্ষে সিরিজে তিনি দুর্দান্ত ছিলেন। মোহালিতে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর দিল্লিতে আরেকটি অর্ধশতক পেয়েছিলেন।
তবে, সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো অর্ধশতক হাঁকাতে পারেননি তিনি। হ্যাজেলউড অবশ্য খেলারই সুযোগ পাননি। তিনি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছেন।
ফলে বিশ্বকাপের চিন্তা থেকে তিনি বাদই পড়েছেন। তাকে আসন্ন অ্যাসেজ সিরিজের জন্য তৈরি করতে আগ্রহী অজি নির্বাচকরা। এদিকে, রিচার্ডসন পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে কাঁধের চোটে ভুগছেন।
আর অজি পেসার স্টার্কও পিঠের চোটে ভুগছেন। তবে দুজনকেই রেখে দিতে চলেছেন অজি নির্বাচকরা। তাদের বিশ্বাস বিশ্বকাপ শুরুর আগেই সেরে উঠবেন তারা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য বিশ্বকাপ দল।
ব্যাটসম্যানঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, শন মার্শ।
উইকেটরক্ষক: অ্যালেক্স ক্যারি।
অলরাউন্ডার: মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল।
ফাস্ট বোলার: মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, জেসন বেহেনড্রফ, নাথান কোল্টার-নাইল।
স্পিনার: অ্যাডাম জাম্পা, নাথান জাম্পা।