promotional_ad

সৌম্য-ইমরুলের ব্যাটিং পজিশনের ব্যাখ্যায় নান্নু

সৌম্য ও ইমরুল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে সৌম্য সরকারকে সাত নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অথচ এই সৌম্যকেই আবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামানো হয়েছিল ওপেনিংয়ে।


শুধু সৌম্যই নয়, ইমরুলের ব্যাটিং পজিশনও স্থায়ী ছিল না। পাকিস্তানের বিপক্ষে ছয় নম্বরে নামা ইমরুল ফাইনালে খেলেছেন তিনে। এই নিয়ে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন রাখা হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। তবে তিনি বলছেন মূলত দলের প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নান্নু জানিয়েছেন ,  



promotional_ad

'এখানে সৌম্য সরকারের ওয়ানডে গড় ৩৩ তো এখানে এই ধরনের (পজিশন নিয়ে) চিন্তা ভাবনা আসার কথা না। কারণ একটা টিমের প্রয়োজনে যাকে যেখানে খেলানো দরকার কোচ টিম ম্যানেজমেন্ট ওটাই মনে করেছে। দলের প্রয়োজনে যাকে যেখানে খেলাতে পারে। দিন শেষে কিন্তু ফলাফল অনেক গুরুত্বপূর্ণ।'


দলের পজিশনের বিষয়টি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপরেই ছেড়ে দিয়েছেন নান্নু। অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী খেলেই ফাইনালে দলকে ভাল শুরু এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই দিকটিও তুলে ধরেছেন প্রধান নির্বাচক। বলেছেন,


'টিম ম্যানেজমেন্ট সাজাচ্ছে কোথায় কাকে খেলাবে। যাকে যখন ম্যাচ পজিশনে দরকার হবে তাকে সেখানে খেলানো হবে এ নিয়ে নিদিষ্ট কোন চিন্তা ভাবনা নেই এই জায়গায় একজনকে খেলতেই হবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। দল কিভাবে সাজাবে এটা ওদের ব্যাপার যেমন কালকে (ম্যাচের দিন) মিরাজকে ওপেন নামিয়ে ফল পেয়েছি আমরা।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball