promotional_ad

লাইমলাইটে সৌম্য-মিথুনরা

promotional_ad

আয়ারল্যান্ড সফরে সৌম্য সরকারের নেতৃত্বে তিন ম্যাচের আনঅফিসিয়াল টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল। এবার সিরিজ নিশ্চিত করার পালা। 


দ্বিতীয় ম্যাচে আজ রাত নয়টায় আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে লড়বে বাংলাদেশ 'এ' দল। প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়ক সৌম্য সরকারের ফিফটিতে ভর করে সহজ জয় পায় বাংলাদেশ। 


আগে ব্যাট করা আয়ারল্যান্ড উলভসকে ১৫২ রানে থামায় বাংলাদেশ। দুই পেসার সাইফ ও শরিফুল দুইটি করে উইকেট নিয়েছিলেন। উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলামও। 


আইরিশদের হয়ে সিমি সিং ৪১ রান করেন, যা স্বাগতিকদের লড়াই করার মত মূলধন এনে দেয়।  জবাবে সৌম্যর ঝড়ো ব্যাটিং আইরিশ বোলারদের ব্যাকফুটে ফেলে দেয়। 



promotional_ad

তার ৫৭ রানের ইনিংসের সাথে শান্ত ও আফিফের ত্রিশঊর্ধ্ব ইনিংসে দুই ওভার বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ 'এ' দল। ম্যাচ সেরা হয়েছিলেন অধিনায়ক সৌম্য সরকার। 


প্রথম ম্যাচ জয়ের পর আজকের ম্যাচের একাদশে তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। ওয়ানডে সিরিজের শেষের দিক থেকে দুই ওপেনার মিজান ও জাকির বড় রান না পেলেও আরেকবার সুযোগ পাবে এই জুটি।


সৌম্য, শান্ত ও মিথুনদের নিয়ে গড়া মিডেল অর্ডারে আস্থা রাখতে চাইবেন সাইমন হেলমটরা।  এছাড়া বোলারদের আগের ম্যাচের পারফর্মেন্স বিচারে দলে বড় কোন পরিবর্তনের ইঙ্গিত নেই বললেই চলে।


আয়ারল্যান্ড 'এ' (সম্ভাব্য একাদশ):



অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ডি ম্যাকব্রাইন, সিমি সিং, লোরাকান টাকার (উইকেটরক্ষক), টায়রন কেন, স্টুয়ার্ট থম্পসন, কেভিন ও ব্রায়ান, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, পিটার চেজ।


বাংলাদেশ 'এ' (সম্ভাব্য একাদশ):


মিজানুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, সাইফ হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball