নির্বাচকদের নতুন চমক তাইজুল

ছবি:

১৯ টেস্ট খেলা তাইজুল ইসলামকে সীমিত ওভারের ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে। আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ 'এ' দলের টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে এই বাঁহাতি স্পিনারকে।
এখন পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ খেলা তাইজুল বিপিএলে খেললেও আন্তর্জাতিক টি-টুয়েন্টির স্বাদ পান নি। আয়ারল্যান্ডে সেই টি-টুয়েন্টি ফরম্যাটের জন্যই আচমকা সুযোগ পাওয়ায় বেশ অবাক হয়েছেন খোদ তাইজুল।
ক্রিকবাজকে তিনি বলেছেন, 'বিষয়টি আমাকে অনেক অবাক করেছে। এটা আমার জন্য বড় মঞ্চ, ছোট ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমান করার। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি মুখিয়ে আছি।'

দীর্ঘদিন ধরে শুধুমাত্র টেস্টের জন্য তাইজুলকে বিবেচনা করা হয়ে আসছে। এবার ছোট ফরম্যাটে তাইজুলের সুযোগ পাওয়ায় নির্বাচকদের ভিন্ন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু চার বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাঁহাতি স্পিনার তাইজুলকে শুধু টেস্ট বোলার হিসেবে দেখতে চান না। তার ভাষায়,
'আমরা দেখতে চাই সে টি-টুয়েন্টিতে কেমন করে। আমরা ছোট ফরম্যাটে সাকিবের সাথে যোগ্য একজন স্পিনার খুঁজছি, যে কিনা চাপের মুখে পারফর্ম করতে পারে।'
১৯ টেস্ট খেলা তাইজুল ইসলাম এখন পর্যন্ত ৩৫ গড়ে ৬৯ উইকেট শিকার করেছেন। টেস্টের মত একদিনের ম্যাচে এখন পর্যন্ত নিয়মিত নন তিনি। চার ওয়ানডে খেলা তাইজুল পাঁচ উইকেটের মালিক।