'টেস্ট স্ট্যাটাস অর্জন করুক রুমানারা'

ছবি: বাংলাদেশ নারী ক্রিকেট দল

কয়েকদিন আগেই এশিয়া কাপ জিতে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দারুণ এই সাফল্যের পর এবার তাদের লক্ষ্য আরও বড়। ক্যারিবিয়ানদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে চায় রুমানা আহমেদের দল।
নারী ক্রিকেট দলের সহকারী কোচ দেবিকা পালশিখর জানিয়েছেন এই টুর্নামেন্টে বড় কিছু করতে মুখিয়ে আছে টাইগ্রেসরা। শুধু তাই নয়, তাঁর মতে এই দলটির টেস্ট স্ট্যাটাস পাওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে।
রুমানাদের প্রসঙ্গে ভারতীয় এই কোচ সাংবাদিকদের বলেন, 'আমি শুধু আশাবাদী না... আমরা বড় কিছু করার চেষ্টাই করব। আমরা এই জন্যই আছি। আমরা চাইব এই দল টেস্ট স্ট্যাটাস অর্জন করুক।'

অবশ্য টেস্ট স্ট্যাটাস নিয়ে এখনই ভাবছেন না টাইগ্রেসদের সহকারী কোচ। বরং বিশ্বকাপ নিয়েই যত পরিকল্পনা তাদের। তাঁর বক্তব্য, 'সত্যি কথা বলতে, আমরা এখন শর্ট টার্ম চিন্তা করছি। আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আসন্ন বিশ্বকাপ। এরপর হয়তো আমরা এইসব (ডমেস্টিক ক্রিকেটে করনিয়) নিয়ে চিন্তা করতে পারব।'
এদিকে ভিসা জটিলতার কারণে রুমানাদের সাথে সাথে এখনও যোগ দিতে পারেননি প্রধান কোচ আঞ্জু জাইন। তবে পালশিখর আশা করছেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে। তিনি বলেন,
'সে (প্রধান কোচ) ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। সবসময়ই তার ভিসা নিয়ে সমস্যা হয়ে আসছে। ভারতে ভিসা পাওয়া সহজ না। প্রক্রিয়া চলছে, সে দ্রুতই দলের সাথে যোগ দিবে। চিটাগংয়ে দলের সাথে যোগ দিবে সে।'