প্রতিশোধ নিলেন মুস্তাফিজ

ছবি:

উইন্ডিজ ৪২/২, ওভার ৪
ফ্লেচার ১০, স্যামুয়েলস ১০
মুস্তাফিজ ২/২৫
বাংলাদেশ ১৭১/৫, ওভার ২০
সাকিব - ৬০ (৩৮), তামিম - ৭৪ (৪৪)

নার্স ২/২৪, পোল ২/৩৯
১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা উইন্ডিজদের কাজটা কঠিন করে তুলেন মুস্তাফিজুর রহমান। প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মত এই ম্যাচেও মুস্তাফিজের প্রথম ওভারে লেগ বিফরের ফাঁদে পড়েন ওপেনার এভিন লুইস।
১ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। লুইসের বিদায়ে ক্রিজে আসা আন্দ্রে রাসেল চার-ছয় খুঁজে নিয়ে বাংলাদেশি বোলারদের চাপে ফেলেন। কিন্তু সতর্ক মুস্তাফিজের বিপক্ষে ইনিংস লম্বা করতে পারেননি তিনি।
মুস্তাফিজের দ্বিতীয় ওভারে ছয় ও চার হাঁকিয়ে বিধ্বংসী রূপ ধারন করলেও শেষ পর্যন্ত পাতা ফাঁদে পা দেন রাসেল। রাউন্ড দ্য উইকেট থেকে আসা মুস্তাফিজের বাউন্সারে কট বিহাইন্ড হন ১০ বলে ১৭ রান করা আন্দ্রে রাসেল।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ-
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাসলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।