ইমামের সেঞ্চুরিতে দাপুটে জয় পাকিস্তানের

ছবি:

বুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। এদিনে জিম্বাবুয়েকে ৩০৯ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে তারা তুলেছে সাত উইকেটে ৩০৮ রান। দলের হয়ে এদিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাক ব্যাটসম্যান ইমাম উল হক।
পঞ্চম ওয়ানডে খেলতে নেমে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তার এবং ফাখার জামানের উদ্বোধনী জুটিতেই ১১৩ রান পেয়ে যায় পাকিস্তান। ৭০ বলে সাতটি চারে ৬০ রান করে ফাখার জামান।

এরপরে ইমামকে সঙ্গ দিতে এসে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি বাবর আজম (৩০) এবং শোয়েব মালিক (২২)। তবে দমে যাননি ইমাম। সেঞ্চুরি তুলে নিয়েছেন দাপটের সাথেই।
১৩৪ বলে ১১ টি চারে ১২৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের রান যখন ৪ উইকেটে ২৬৮, তখন বিদায় নেন ইনাজামাম উল হকের ভাতিজা ইমাম উল হক।
শেষদিকে আসিফ আলীর ২৫ বলে ৪৬ রানের (চারটি চার ও দুটি ছয়) কল্যাণে ৩০৮ রানের বড় স্কোর পায় পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট লাভ করেন ডোনাল্ড তিরিপানো ও তেন্দাই চাতারা।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ১০৭ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২* রান করেন রায়ান মুরে। এদিনে চারটি উইকেট নেন শাদাব খান। দুটি করে উইকেট নেন ফাহিম আশরাফ ও উসমান খান।