গলে দাপট দেখাচ্ছে শ্রীলংকা

ছবি:

গলে, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই পরিষ্কার এগিয়ে আছে স্বাগতিক শ্রীলংকা। দ্বিতীয় দিনশেষে স্বাগতিকরা লিড পেয়েছে ২৭২ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১১ রান।
এদিনে দানুষ্কা গুনাথিলাকা আর দিমুথ করুনারত্নে শুরুতে গড়েন ৫১ রানের উদ্বোধনী জুটি। তবে গুনাথিলাকা (১৭) ফিরে যান একটু আগেভাগেই। তিনি ফেরার পরে কেশভ মহারাজের একই ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন ধনঞ্জয়া ডি সিলভা (৯) ও কুশল পেরেরা (০)।
তবে দিনের শেষে ক্যাগিসো রাবাদার বলে আউট হয়ে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান করুনারত্নেও। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৪) এবং রোশান সিলভা (১০) তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এর আগে প্রথম ইনিংসে ২৮৭ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ভালো করেনি প্রোটিয়ারা।
লঙ্কান বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের প্রথম ইনিংসে ১২৬ রানেই গুঁটিয়ে যায় তারা। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৯ রান আসে অধিনায়ক ফাফ ডু প্লেসির ব্যাট থেকে।
দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ভারনন ফিলেন্ডার। এছাড়া হাশিম আমলা ১৫ এবং টেম্বা বাভুমা ১৭ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে ৪৬ রান খরচায় চারটি উইকেট নেন স্পিনার দিলরুয়ান পেরেরা। সুরাঙ্গা লাকমল নিয়েছেন তিনটি উইকেট।