গলে প্রথম দিন করুনারত্নের

ছবি:

গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে নেই স্বাগতিক শ্রীলংকা। টেস্টের প্রথম দিনে ২৮৭ রানেই অলআউট হয়েছিল তারা। এদিনে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা।
তবে ব্যতিক্রম ছিলেন কেবল ওপেনার দিমুথ করুনারত্নে। ওপেন করতে নামা করুনারত্নে এদিনে অপরাজিত ছিলেন ১৫৮ রানে। তবে বাকী ব্যাটসম্যানরা কেউই সঙ্গ দিতে পারেননি তাকে।
দলের দ্বিতীয় সর্বোচ্চ করেছেন আরেক ওপেনার দানুস্কা গুনাথিকালা (২৬)। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা এদিনে রাবাদা-স্টেইনের পেসের সামনে দাঁড়াতেই পারেন নি।

ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলারা এদিনে করেছেন যথাক্রমে ১১,২৪, ১, ০ এবং ১৮ রান!
শেষদিকে লক্ষ্মণ সান্দাকান করেছেন ২৫ রান। আফ্রিকার বোলারদের মধ্যে চারটি উইকেট পেয়েছেন ক্যাগিসো রাবাদা। তাবারাইজ শামসি নিয়েছেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ফেলেছে আফ্রিকা। দিনশেষে তাদের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে চার রান। লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন রঙ্গনা হেরাথ।