ভিলিয়ার্সের ভবিষ্যৎ পরিকল্পনা

ছবি:

চলতি বছরের মাঝামাঝিতে হটাত করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে আলোচনায় আসেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
নিজের প্রকাশিত এক ফেসবুক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছিলেন তিনি। সেখানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলেছিলেন, এখনো তিনি সিদ্ধান্ত নেননি ভবিষ্যতের ব্যাপারে।
তবে আফ্রিকার দল টাইটান্সের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এখনো সেই সিদ্ধান্তে অটল ৩৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পাশাপাশি এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারেও। 'আগামী কয়েক বছর আমি আইপিএলে খেলব। টাইটান্সের হয়েও খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সেখানে উঠতি তরুণদের সহযোগিতা করব।
'তবে আমি আগে থেকেই বলে আসছি, আমার কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে বিভিন্ন রকমের প্রস্তাব আসছে। এসব প্রস্তাব দেখে অবশ্যই ভালো লাগছে। তবে আমি কোন বিষয়ে সিদ্ধান্ত নেইনি।'
উল্লেখ্য, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেন ভিলিয়ার্স। এই দলে তার সঙ্গে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও। তবে ব্যাঙ্গালুরুর হয়ে বেশ কয়েকটি মৌসুম দুজনে একসঙ্গে খেললেও এখনো আইপিএল শিরোপার সাক্ষাত পায়নি দলটি।