পাকিস্তানের পরেই ভারত

ছবি:

গত শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পাকিস্তান। এক নম্বর দল হিসেবে তাদের বর্তমান পয়েন্ট ১৩২।
তবে সিরিজ হেরে পয়েন্টও হারিয়েছে অস্ট্রেলিয়া। ১২৬ থেকে নেমে তাদের বর্তমান পয়েন্ট ১২২। এদিকে গত রবিবার রোহিত শর্মার সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারি ভারত।

ব্রিস্টলে এদিনে ৫৬ বলে ছয়টি ছক্কা এবং এগারোটি চারে ১০০* রান করে অপরাজিত থাকেন রোহিত। এছাড়া লোকেশ রাহুল খেলেছেন ১০ বলে ১৯ রানের একটি ইনিংস। অধিনায়ক বিরাট কোহলি করেছেন ২৯ বলে ৪৩ রান।
শেষদিকে রোহিতের সঙ্গে ফিনিশিং দিয়েছেন হার্ডিক পান্ডিয়া। ১৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন তিনি। প্রায় দুইশ রান তাড়ায় ভারত ম্যাচটি জিতেছে আট বল হাতে রেখে।
এই জয়ে সুফল পেয়েছে ভারতও। টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা দলটি এখন উঠে গিয়েছে দুই নম্বরে। তাদের পয়েন্ট ১২৪। তালিকায় ১১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ইংল্যান্ড। ৭০ পয়েন্ট নিয়ে সবার শেষে আছে বাংলাদেশ।