promotional_ad

কোহলির পথে হাটতে চান কলকাতার অধিনায়ক

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে। 


অবশ্য অজি ওপেনার ক্রিস লীনকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার বিষয়ে অনেক গুঞ্জন থাকলেও ভারতীয় ক্রিকেটারের উপরেই আস্থা রাখতে চায় দলটির ব্যবস্থাপকরা। 


আর তাই অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর পরই নিজের সম্পর্কে, নিজের দলের সম্পর্কে এবং বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাপারেও কথা বলেছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।



promotional_ad

কার্তিকের ভাষ্যমতে, 'বিরাট অধিনায়ক হিসেবে খুবই দায়িত্বশীল, তাঁর চিন্তা ভাবনা একদমই আলাদা। আমি কোহলির মত দলে ভূমিকা রাখতে চাই। বিশেষ করে ম্যাচে বিরাটের রানের  চাকা সচল থাকে, আমিও সেইভাবেই দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।


'বিরাটের আগ্রাসী মনোভাবই তাঁর দলের শক্তি। আর এবারের আসরে সেই রাস্তা ধরেই এগিয়ে যাওয়া আমার লক্ষ্য। আমাদের দলে অনেক তরুণ পেসার রয়েছে, যারা নিজেদের প্রমাণে নিজের সবটুকু দিতে প্রস্তুত থাকবে, যেটাই হবে দলের আসল চাবিকাঠি। এছাড়াও হিথ স্ট্রিকের মত বোলিং কোচ এবং জ্যাক ক্যালিসের মত পরামর্শক থাকাটা আমাদের জন্য অনেক পাওয়া।'


৩২ বছর বয়সী কার্তিক আইপিএলে এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, ব্যাঙ্গালুরু, গুজরাট লায়ন্স, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়ে খেলেছেন। তাই অভিজ্ঞতার দিক থেকে বলাই যাই-তাঁর ঝুলিতে অনেক কিছুই রয়েছে।



আর সেই সব কথা চিন্তা করেই হয়তো বলিউড সুপারষ্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলের নেতৃত্ব তাকেই দেওয়া হয়েছে। আইপিএলে এ পর্যন্ত ১৫২ ম্যাচে বিপরীতে কার্তিকের ব্যাট থেকে এসেছে ২৯০৩ রান। যার মধ্যে রয়েছে ১৪টি অর্ধশতকের ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball