promotional_ad

পারিশ্রমিক নিয়ে সমস্যা নেই বিনুরার, জানালো চিটাগং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চিটাগংয়ের জার্সিতে বিনুরা ফার্নান্দো, ক্রিকফ্রেঞ্জি
চলতি বিপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের ৩  নম্বরে আছে চিটাগং কিংস। ৯ ম্যাচের তাদের জয় ৫টিতে। বিপিএলের মাঝ পথে দলটির সঙ্গে যোগ দিয়েছেন বিনুরা ফার্নান্দো। প্রথম ম্যাচে প্রায় কাঁপিয়ে দিয়েছিলেন রংপুর রাইডার্সকে। সেই ম্যাচে মাত্র ১৪ রান খরচায় লঙ্কান এই পেসার নিয়েছিলেন একটি উইকেট।

promotional_ad

পরের দুই ম্যাচেও দারুণ বোলিং করেছেন তিনি। ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। আর সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৯ রানে নেন ১ উইকেট। এমন পেসারকেই বুধবার একাদশের বাইরে রেখে ঢাকার বিপক্ষে খেলতে নেমেছিল চিটাগং।


আরো পড়ুন

শিশুদের জন্য চিটাগং নিয়ে আসছে ‘চিটাগং  কিংস কিডস ক্লাব’

১৬ ডিসেম্বর ২৪
ক্রিকেটের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে চিটাগং কিংসের ভিন্ন ধর্মী আয়োজন, চিটাগং কিংস

তার এই না থাকা বড় প্রশ্নের জন্ম দিয়েছিল। লঙ্কান এই পেসার ছিলেন না ১৫জনের স্কোয়াডেও। গুঞ্জন শুরু হয় পারিশ্রমিক নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে এই লঙ্কান পেসারের। এ কারণেই নাকি হোটেল থেকে মাঠে আসেননি।


যদিও ঢাকার বিপক্ষে ম্যাচের পর এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দলের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। তিনি জানিয়েছেন আরেক পেসার হুসাইন তালাত যোগ দেয়ায় বিনুরাকে বিশ্রামে পাঠানো হয়েছে। পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।



promotional_ad

সংবাদ সম্মেলনে লাবলুর বলেছেন,  'এরকম (পারিশ্রমিক সমস্যা) কোনো কিছু নয়। নতুন ক্রিকেটার এসেছে, হুসাইন তালাত। আমরা এই কারণেই ওকে (বিনুরা) বদলেছি। আজ আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু একটু বড় ছিল। যেহেতু সে (তালাত) অলরাউন্ডার, তাই দলের সমন্বয়ের জন্যই ওকে নেওয়া।'


চুক্তি অনুযায়ী আগেই ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে চিটাগং। সেই নিশ্চয়তা দিয়ে দলটির ম্যানেজার যোগ করেছেন, 'পারিশ্রমিকের কোনো ধরনের সমস্যা নেই। ওর (বিনুরা) যে চুক্তি, এর পঞ্চাশ শতাংশ আগেই দিয়েছি। এই পারিশ্রমিকের কারণে ও দলের বাইরে নয়।'


গত সপ্তাহে বিপিএলের সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেন বিনুরা। যদিও যোগ দেয়ার পরও একাদশে যেন জায়গা হচ্ছিল না তার। প্রথম দুই ম্যাচ বাইরে বসে কাটাতে হয় তাকে। চট্টগ্রাম পর্বে রংপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হয় এই পেসারের।



এদিকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে লাবলুর বলেছেন, 'সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। কেউ কেউ ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে বাকিটাও... আমাদের তো সাত দিনের বিরতি আছে। এর মধ্যে বাকিগুলোও দিয়ে দেব আশা করি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball