promotional_ad

লক্ষ্ণৌয়ের নতুন অধিনায়ক পান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অধিনায়ক হিসেবে ঋষভ পান্তকে বেছে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম তিন মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তবে মেগা নিলামের আগে ডানহাতি ব্যাটারকে ছেড়ে দেয় লক্ষ্ণৌ। রাহুলের জায়গায় রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছে তারা। দিল্লি ক্যাপিটালস ছেড়ে আসা পান্তই হবেন লক্ষ্ণৌর নতুন অধিনায়ক!

promotional_ad

এমন আলোচনা ছিল নিলামের পর থেকেই। শেষ পর্যন্ত নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদবদের অধিনায়ক হিসেবে পান্তকেই বেছে নিয়েছে লক্ষ্ণৌ। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে পান্তকে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এখন পর্যন্ত আইপিএলের ফাইনালে উঠতে না পারা লক্ষ্ণৌর হয়ে নিজেদের ২০০ ভাগ দিতে চান বাঁহাতি এই ব্যাটার।


আরো পড়ুন

আইপিএলে নিজের দাম জানতেই নাম দিয়েছিলেন পান্ত

৮ ডিসেম্বর ২৪
সংগৃহীত

এ প্রসঙ্গে পান্ত বলেন, ‘আমার উপর বিশ্বাস রাখার জন্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরিবারকে ধন্যবাদ। আমি আমার ২০০ ভাগ দেব এবং আপনাদের প্রতি আমার প্রতিশ্রুতি। আপনারা আমার উপর যে বিশ্বাস রেখেছেন সেটার প্রতিদান দিতে আমার যা করা সম্ভব আমি সেটাই করব। নতুন শুরুর জন্য আমি মুখিয়ে আছি।’


২০১৬ সালে দিল্লিতে যোগ দিয়েছিলেন পান্ত। গত বছর দিল্লি ছাড়ার আগে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে টানা ৮ মৌসুমে ১১১ ম্যাচে  ৩৫.৩১ গড় এবং ১৪৮.৯৩ স্ট্রাইক রেটে ৩ হাজার ২৮৪ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ২০২১ সালে দিল্লির অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন তিনি। তবে দলকে শিরোপা জেতাতে পারেননি পান্ত।



promotional_ad

আইপিএলের আগামী আসরের মেগা নিলামের আগে পান্তকে ছেড়ে দেয় দিল্লি। নিজের দাম জানতেই নিলামে নাম দিয়েছিলেন তিনি। নিজের মুখেই এমনটা বলেছিলেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। নিলামের আগে থেকেই ধারণা করা হচ্ছিল, সব রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন তিনি। কিন্তু পান্তের নাম ওঠার আগেই ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয় পাঞ্জাব কিংস।


আরো পড়ুন

আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে বিসিসিআই

১৩ জানুয়ারি ২৫
আইপিএল ট্রফি, ফাইল ফটো

ফলে পান্ত এত বেশি দাম পাবেন না এমন আশঙ্কা করা হচ্ছিল নিলাম চলাকালীন। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াই জিতে ২০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে পেয়েই যাচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত ২০ কোটি ৭৫ লাখ রুপিতেই তাঁকে পেয়ে যাচ্ছিল লক্ষ্ণৌ। এমন সময় রাইট টু ম্যাচে পান্তকে নিতে আগ্রহ দেখায় দিল্লি। তবে লক্ষ্ণৌ এক লাফে ২৭ কোটি টাকা বলায় সরে যায় দিল্লি। ফলে সব রেকর্ড ভেঙে লক্ষ্ণৌতে যোগ দেন পান্ত।


লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-



রিটেইন করা ক্রিকেটার: নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।


নিলাম থেকে নেয়া: ঋষভ পান্ত (২৭ কোটি), ডেভিড মিলার (৭.৫ কোটি), এইডেন মার্করাম (২ কোটি), মিচেল মার্শ (৩ কোটি ৪০ লাখ), আভেশ খান (৯ কোটি ৭৫ লাখ), আব্দুল সামাদ (৪ কোটি ২০ লাখ), আরিয়ান জুয়াল (৩০ লাখ), আকাশ দীপ (৮ কোটি), হিম্মত সিং (৩০ লাখ), সিদ্ধার্থ (৭৫ লাখ), দিগ্বেশ সিং (৩০ লাখ), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লাখ), আকাশ সিং (৩০ লাখ), শামার জোসেফ (৭৫ লাখ), প্রিন্স যাদব (৩০ লাখ), যুবরাজ চৌধুরী (৩০ লাখ), রাজবর্ধন হাঙ্গারগেকর (৩০ লাখ), আরশিন কুলকার্নি (৩০ লাখ), ম্যাথিউ ব্রিটজকে (৭৫ লাখ)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball