promotional_ad

বিশ্বকাপে শাস্ত্রীর তুরুপের তাস দুবে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দারুণ ছন্দে আছেন শিভম দুবে। ১১ ম্যাচ ১৭০.৭৩ স্ট্রাইক রেটে ৩৫০ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর ভারতের বিশ্বকাপ দলেও ডাক পেয়েছেন তরুণ এই ব্যাটার।


টুর্নামেন্ট জুড়ে ২৬টি ছক্কা মেরেছেন তিনি। এবার তাকেই ভারতের বিশ্বকাপের তুরুপের তাস ধরছেন রবি শাস্ত্রী। ভারতের এই সাবেক কোচ মনে করেন বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দুবে। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিপক্ষে দুবের ব্যাটিং দেখতে অপেক্ষায় থাকবেন তিনি।



promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, 'তার (দুবে) দিকে নজর রাখুন, কারণ সে বিস্ফোরক, বিধ্বংসী এবং একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। সে মজার ছলে ছক্কা মারে। আর যদি স্পিন বোলিং হয়, সে আপনাকে শেষ করে দিতে পারে।'


ভারত বেশ কিছুদিন ধরেই ৪-৫ নম্বর পজিশন নিয়ে ভুগছে। এই জায়গাতেই দুবেকে ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। দুবে চাইলে ২০-২৫ বলের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলেও বিশ্বাস আছে জনপ্রিয় এই ধারাভাষ্যকারের।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'সে খেলার কৌশল ভালো বোঝে। আমি মনে করি, পাঁচ-ছয় নম্বর পজিশনে সে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি চাপের মধ্যে থাকেন, চাইছেন কেউ কেউ ২০-২৫ বলের মধ্যে মোড় ঘুরিয়ে দেবে, তাহলে সে-ই ওই খেলোয়াড়।'



ভারতের ব্যাটিং অর্ডারে চিন্তার কারণ হতে পারেন টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট। বিরাট কোহলির মতো ব্যাটারেরও স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছে। মিডল অর্ডারে দুবের মতো একজন ব্যাটার থাকলে ভারতের কাজটা সহজ হবে বলে মনে করেন শাস্ত্রী।


তিনি বলেছেন, 'তার স্ট্রাইক রেট বেশিরভাগ সময় দুইশ’র কাছাকাছি থাকবে, যা ভারতকে এগিয়ে যেতে দারুণভাবে সহায়তা করবে, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ১৯০, ২০০ রানের প্রয়োজন, সেটা করতে সাহায্য করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball