promotional_ad

কুমিল্লাকে জেতাবেন ফোর্ড, বিশ্বাস ছিল লিটনের

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটনই কী তবে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক?

৮ মার্চ ২৫
লিটন দাস

জয়ের জন্য যখন শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ছিল ১৩ রান। পেসার খালেদ আহমেদের ওয়াইড ইয়র্কার ব্যাটে লাগাতে পারেননি জাকের আলী। তবুও দৌড়ে এক রান নেয়ার চেষ্টা করেন এই ব্যাটার। কিন্তু মুশফিকুর রহিমের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরতে হয়ে খুশদিল শাহকে।


১৪ রান করে পাকিস্তানি এই ব্যাটার ফিরলে ম্যাচও জমে যায়। অবশ্য এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন ক্যারিবীয় পেসার ম্যাথু ফোর্ড। তিনি পরের তিন বলে ১টি করে চার ও ছক্কায় ১৩ রান যোগ করে কুমিল্লাকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক লিটন দাস জানিয়েছেন তাদের বিশ্বাস ছিল ফোর্ড জেতাতে পারবেন।


অনুশীলনেই বড় বড় ছক্কা মেরে অধিনায়ক ও কোচের নজর কেড়েছিলেন ফোর্ড। বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ব্যাটিং দক্ষতাও সবার সামনে তুলে ধরলেন তিনি। অবশ্য ক্যামিও খেলার আগে বল হাতেও ২ উইকেট নিয়ে ফরচুন বরিশালকে ১৬১ রানে বেধে রাখতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।



promotional_ad

ফোর্ডের প্রশংসা করে লিটন বলেন, 'আমাদের যে লোয়ার অর্ডার ব্যাটাররা ছিল সবাই বেশ ভালো। স্বাভাবিকভাবে এক ওভারে যখন ১৫ বা ১২ রান তাড়া করবেন তখন চিন্তা তো থাকেই। আমরা অনুশীলন দেখেছি, সবকিছু জানি। সে (ফোর্ড) অনেক বড় বড় ছয় মারতে পারে। এই বিশ্বাসটাই ছিল। শুধু আমার না আমার পুরো দলের ভেতরই ছিল। সেটাই সে দেখিয়েছে।'


১১৬ রানে ৫ উইকেটের পতনের পর ৬ নম্বরে ব্যাট করতে পাঠানো হয় জাকেরকে। লিটন এরও ব্যাখ্যা দিয়েছেন। কুমিল্লাকে জিততে হলে বড় শট খেলার বিকল্প ছিল না। ফলে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে পরামর্শ করে খুশদিল শাহর আগে নামানো হয় জাকেরকে।


এ প্রসঙ্গে লিটন বলেন, 'আমার মনে হয় জাকির অনেক বড় শট খেলতে পারে। তার ওই সামর্থ্য আছে। পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে। এটা স্যার (মোহাম্মদ সালাহউদ্দিন) ও আমার দুই জনের সিদ্ধান্ত ছিল। আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্তই ছিল।'


অবশ্য শুরুর দিকে কুমিল্লার ইনিংস টেনেছেন ইমরুল কায়েস। তিনি ৪১ বলে খেলেছে  ৫২ রানের ইনিংস। এ নিয়ে টানা দুই ইনিংসে হাফ সেঞ্চুরি পেলেন তিনি। লিটন আশাবাদী পুরো টুর্নামেন্ট জুড়েই এমন ধারাবাহিক থাকবে কুমিল্লার সাবেক এই অধিনায়ক।



লিটনের ভাষ্য, 'আমরা জানি যে কায়েস ভাই কী করতে পারে দলের জন্য। দুটো ম্যাচেই সে নিজেকে প্রমাণ করেছে। আশা করবো যে উনি যে ফর্মে আছে সেটা ধরে রাখতে পারবে। উনি যতক্ষণ স্ট্রাইকে থাকতে পারবে আমাদের দলের জন্য তত ভালো হবে বলে মনে হয় আমার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball