promotional_ad

মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচ হলেন বেল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট

২৭ জানুয়ারি ২৫
সেঞ্চুরি করে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক মিচেল ওয়েন

২০১৫ সালেই নিজের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল। এরপর যুক্ত হন কোচিং ক্যারিয়ারে। গত আগস্টে নিউজিল্যান্ডের কোচিং স্টাফ হয়েও এসেছিলেন বাংলাদেশে। এবার তিনি যোগ দিলেন মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচ হিসেবে। অভিজ্ঞ বেলকে কোচিং প্যানেলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির মহাব্যবস্থাপক জেমস রোজেনগার্টেন।


বিগ ব্যাশ লিগে (বিবিএল) এটাই বেলের প্রথম নয়। গত মৌসুমেও হোবার্ট হারিকেনসে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এই সাবেক ইংলিশ ব্যাটার। যেখানে অ্যাডাম গ্রিফিথের অধীনে নিজেকে কোচিং পেশায় আরও দক্ষ বানিয়েছেন তিনি। তবে বিবিএলের আগামী আসরের জন্য বেল রেনেগেডসের হেড কোচ ডেভিড সাকেরের সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন।



promotional_ad

এর আগে বেল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯, ডার্বিশায়ার, বার্মিংহাম ফিনিক্স এবং আবুধাবি টি-টেনে চেন্নাই ব্রেভসের সঙ্গেও কাজ করেছেন। এ ছাড়া জাতীয় দলের সঙ্গেও তার কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে কিউইদের কোচিং স্টাফেও ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন ব্যাটিং কোচ হিসেবেও। ফলে অভিজ্ঞ বেলকে পেয়ে বেশ রোমাঞ্চিত রেনেগেডস।


রেনেগেডসের অফিসিয়াল পেজে রোজেনগার্টেন বলেন, 'রেনেগেডসে বেলের মত অভিজ্ঞ কাউকে পেয়ে আমরা বেশ রোমাঞ্চিত। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতাই তার (মানের) জানান দেয়। বিগ ব্যাশে সফল হতে প্রতিটি ক্লাবের প্রয়োজন তার নতুন চিন্তাভাবনা ও দক্ষতার। সে আমাদের সঙ্গে দারুণ ভাবে মানিয়ে নিতে পারবে। বিগ ব্যাশে ১৩তম আসরে সে আমাদের জন্য কি নিয়ে আসবে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে পারছি না।'


৪১ বছর বয়সী বেল রেনেগেডসে বেশ শক্তিশালী একটি দল পেতে যাচ্ছেন। যেখানে আছেন অ্যারন ফিঞ্চ, নিক ম্যাডিনসন, শন মার্শ, অ্যাডাম জাম্পা, পিটার সিডল এবং কেন রিচার্ডসন। এছাড়াও দলটিতে মাস খানিক আগেই প্রায় এক দশক পর সিডনি সিক্সার্স ছেড়ে রেনেগেডসে যোগ দিয়েছিলেন ডানহাতি অফ স্পিনার নাথান লায়ন।



এ ছাড়াও দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন সদ্যই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো কুইন্টন ডি কক। আরও আছেন জো ক্লার্ক এবং মুজিব উর রহমানের মত তরুণ ক্রিকেটার। ডিসেম্বরের ৭ তারিখ থেকে বিবিএলের ১৩ তম আসর শুরু হতে যাচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball