পান্ডিয়া ভ্রাতাদের সঙ্গে দারুণ রসায়ন পোলার্ডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সহজ জয় দিয়ে ফাইনালেও পৌঁছে গেছে তারা।
পুরো আসরে মুম্বাইয়ের এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দুই ভাই হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া। তাদের সঙ্গে আরেক হার্ড হিটার কাইরন পোলার্ডও ছিলেন মুম্বাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দুই হার্ড হিটার ব্যাটসম্যান হার্দিক ও ক্রুনালের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানিয়েছেন ক্যারিবিয়ান রিক্রুট পোলার্ড।

দুই ভাইয়ের সঙ্গে নিজের সম্পর্কটা মাঠের বাইরেও দারুণ বলে জানান পোলার্ড। তিনি বলেন, 'যেটা আমি সবসময় বলি, হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা মাঠের সীমানা ছাড়িয়ে গেছে।'
দুই ভাইয়ের সঙ্গে নিজের মানসিকতারও মিল পান পোলার্ড। তাঁদের ব্যক্তিত্বে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তাঁদের আত্মবিশ্বাসের প্রশংসাও করেছেন তিনি।
পোলার্ড বলেন, 'আমাদের মানসিকতা একই রকম। সাহায্য করতে চাওয়া, সময়টাকে উপভোগ করা এবং সুযোগ কাজে লাগানোর দিক থেকে আমরা তিনজন একই রকম।'
হার্দিক এবং ক্রুনালের মতো মানুষকে পছন্দ না করার কোনো কারণ নেই বলেও বিশ্বাস করেন পোলার্ড। তাঁদের ভূয়সী প্রশংসা করে তিনি আরো বলেছেন, 'তাঁরা খুব ভালো মানুষ। ওদের ব্যক্তিগতভাবে পছন্দ না করাটা কঠিন ব্যাপার। যে কোনো পরিস্থিতিতে হার্দিক আত্মবিশ্বাসী। সে সবসময় খুশি থাকে। ক্রুনালও এমন। ওরা দুজনেই চমৎকার।'