বুমরাহর চেয়ে কপিল-শ্রীনাথদের বিরুদ্ধে খেলা শ্রেয়: লারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কপিল দেব, জাভাগাল শ্রীনাথ কিংবা মনোজ প্রভাকরদের মতো কিংবদন্তি পেসারদের চেয়ে হালের জাসপ্রিত বুমরাহর বিরুদ্ধে খেলতে বেশি ভয় পাবেন ব্রায়ান লারা। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার।
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন বুমরাহ। ওভার প্রতি মাত্র ৬.৭১ গড়ে রান দিয়েছেন তিনি।

বুমরাহর বিরুদ্ধে খেলতে তাই খুব একটা স্বস্তি পেতেন না বলে মনে করেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা। তিনি বলেন, 'আমার মনে হয় বুমরাহর চেয়ে কপিল দেব, জাভাগাল শ্রীনাথ এবং মনোজ প্রভাকরদের বিরুদ্ধে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি।'
বুমরাহ ছাড়াও ইংলিশ পেসার জফরাা আর্চারেরও বন্দনা করেছেন লারা। তাঁর বিশ্বাস বুমরাহ-আর্চারদের মতো পেসাররা ক্রিকেটের যেকোনো যুগেই উপরের সারিতে থাকতে সক্ষম। একই সঙ্গে পেস বোলিংকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে মুখ্য ভূমিকা রাখছেন এই দুই পেসার বলে মনে করেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে তিন ফরম্যাটেই পেসারদের সমানভাবে দাপিয়ে বেড়ানো বেশ কঠিন কাজ। আর সেটিই বেশ লম্বা সময় ধরে করে চলেছেন ইংলিশম্যান আর্চার ও ভারতের পেস আক্রমণের অন্যতম হাতিয়ার বুমরাহ।
লারা তাই বলেছেন, 'বুমরা ও আর্চার যেকোনো যুগেই খেলতে পারবে। যদি তারা ২০০০, ৯০, ৮০ এমনকি ৭০ এর দশকেও খেলতো তারা সেখানেও উপরের দিকেই থাকতো। আমি অতীতের কাউকে ছোট করতে চাইছি না। কিন্তু এই দুজন পেস বোলিং যে পর্যায়ে নিয়ে গেছে সেটা আমি খেলার সময়ে কিংবা তার আগে-পরে দেখিনি।'