promotional_ad

ধোনির সঙ্গে ২২ গজে খেলা স্বপ্নের চেয়েও বেশি: রুতুরাজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারকে জীবনে একবার দেখতে পারাটাও অনেকের কাছে স্বপ্নের মতো। আর ভারতের বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে যদি একই ক্রিজে ব্যাটিং করা যায় তাহলে তো কথাই নেই।


ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্পৃহা অনেক ভারতীয় ক্রিকেটারের না হলেও এক্ষেত্রে ভাগ্যবান বলা যায় চেন্নাই সুপার কিংসের ডানহাতি ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়কে। চেন্নাই দলে খেলার সুবাদে ধোনির সঙ্গে ব্যাটিংয়ের সুযোগ পান এই তরুণ ব্যাটসম্যান। যদিও আজ থেকে চার বছর আগেই রঞ্জি ট্রফিতে ধোনির সাহচর্য পেয়েছিলেন তিনি। 



promotional_ad

রঞ্জি ট্রফির সেই অভিজ্ঞতা কথা জানিয়ে রুতুরাজ বলেন, '২০১৬ সালের অক্টোবরে আমি প্রথমবার তাঁর (ধোনির) দেখা পাই। রঞ্জিতে অভিষেকের সময় আমার আঙ্গুল ভেঙে গিয়েছিল। তিনি তখন ঝাড়খন্ডের পরামর্শক। তিনি নিজে এসে আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি।'


ওই ঘটনার ঠিক চার বছরের মাথায় ধোনির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা হয় রুতুরাজের। আইপিএলে দুজন মিলে ম্যাচ শেষ করে মাঠও ছেড়েছেন। এই পুরো ব্যাপারটাই যেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু।


এই প্রসঙ্গে রুতুরাজ বলেন, '২০২০ সালের অক্টোবরে তিনটি লো স্কোরিং ম্যাচের পর তিনি নিজে এসে কথা বলেন। তাঁর সঙ্গে একই ড্রেসিং রুমে থাকাটা ভাগ্যের ব্যাপার। আর তাঁর সঙ্গে ২২ গজে খেলতে পারা এবং ম্যাচ শেষ করে আসতে পারা স্বপ্নের চেয়েও বেশি কিছু।'



এবারের আইপিএলের শুরুতে করোনা পজেটিভ হওয়ায় চেন্নাইয়ের সঙ্গে থাকতে পারেননি রুতুরাজ। শেষদিকের ছয় ম্যাচে সুযোগ পেয়ে চলতি আসরে ২০৪ রান করেন তিনি। তবে ধোনি এবং রুতুরাজের দল চেন্নাই আইপিএলের প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে এবার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball