promotional_ad

'অফ ফর্ম' রোহিতের সুবিধা নিতে চায় দিল্লি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ইনজুরি থেকে ফেরা রোহিত শর্মার অফ ফর্মের সুবিধা নিতে চায় দিল্লি। দলটির অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এমনটাই জানিয়েছেন। 


আইপিএলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের ভরসার নাম রোহিত শর্মা। এবারের আসরের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ কিছু ম্যাচ মিস করেন তিনি। যদিও প্লে অফের আগেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছেন এই ওপেনার। সেই ম্যাচে মাত্র ৪ রান করে আউট হন তিনি।



promotional_ad

ধাওয়ানের মতে ইনজুরি থেকে ফেরায় চাপে থাকবেন রোহিত। আর সেটাই কাজে লাগাতে চায় তাঁর দল। তিনি বলেন, 'রোহিত খুবই ভালো ক্রিকেটার। সে অনেক দিন ম্যাচ খেলেনি। হয়তো সে ভালো ফর্মে নেই। এটা জানতে হবে সে কেমন আত্মবিশ্বাসী। যখনই ক্রিকেটার ইনজুরি থেকে আসে, তার ওপর চাপ থাকে। আমরা সেটার সুবিধা নিতে চাই।'


যদিও প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইকেই এগিয়ে রাখছেন ধাওয়ান। তবে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেললে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। একই সঙ্গে নিজেদের লক্ষ্যমাত্রায় অবিচল থাকার কথাও উল্লেখ করেন দিল্লির এই ওপেনার। 


ধাওয়ান বলেন, 'এটা নিয়ে কোনো তর্ক নেই যে মুম্বাই এগিয়ে থাকবে। আমরাও শক্ত দল। আমাদের জয়ের জন্য কেবল সব বিভাগে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের পরিষ্কার থাকতে হবে কী করতে চাই।'



মুম্বাইয়ের বিপক্ষে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়েও কথা বলেন ধাওয়ান। তাঁর ভাষ্যমতে, 'আমি নিজেকে মুম্বাই ম্যাচের জন্য সতেজ রাখতে চাই। আমি তাদের বোলারদের অনেক বার দেখেছি। আমি ইতোমধ্যেই তাদের পরিকল্পনা জানি। আমি আমাদের দলকে জেতাতে প্রস্তুত আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball