চাহালের সাফল্যের মন্ত্র উদঘাটন করলেন স্টাইরিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লেগ স্পিনার যুবেন্দ্র চাহালের বোলিংয়ের সাফল্যের রহস্য জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস। স্টার স্পোর্টসের অনুষ্ঠান 'সিলেক্ট ডাগআউটে' চাহালের উইকেট বিশ্লেষণ করেন তিনি।
চলমান আইপিএলে বেঙ্গালুরুর সাফল্যের অন্যতম হাতিয়ার লেগ স্পিনার চাহাল। অন্য আসরগুলোর তুলনায় এবারের আসরে অসামান্য বোলিং নৈপুণ্য দেখাচ্ছেন তিনি। যা বেঙ্গালুরুকে প্লে অফে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছে।

চলমান টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ১৪ টি ম্যাচ খেলে ২০ উইকেট শিকার করেছেন চাহাল। বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। টুর্নামেন্ট জুড়ে ৭.১৬ ইকোনমি রেটের মিতব্যয়ী বোলিং দিয়ে নজর কেড়েছেন অনেক ক্রিকেট বোদ্ধার।
বোলিংয়ে অসাধারণ বৈচিত্র রয়েছে চাহালের। উইকেটের চরিত্র বুঝে বল করার মাধ্যমে ব্যাটসম্যানদের ড্রাইভ করতে বাধ্য করেন তিনি। ফলে তুলে মারতে গিয়ে চাহালকে উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যাটসম্যানরা। আর এটাকেই চাহালের সাফল্যের চাবিকাঠি মনে করেন স্টাইরিস।
গত দুই আসরে চাহালের বোলিং লেন্থ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে কিউই এই ক্রিকেটার বলেন, 'চলুন সর্বপ্রথম দেখে নেয়া যাক, চাহাল কোন লেন্থে বল করে আইপিএল ২০২০ এ উইকেট শিকার করছেন। তিনি অনেকগুলো উইকেটই পেয়েছেন তার মধ্যে ১২ টি ফুলার লেন্থে এবং মাত্র ৫টি গুড লেন্থে। দেখুন ২০১৯ আইপিএলে তিনি বেঙ্গালুরুর হয়ে অসাধারণ খেলেছেন। ঐ বছর গুড লেন্থে বল করেই তিনি ১৫ টি উইকেট শিকার করেছিলেন এবং ফুলার লেন্থে বল করে মাত্র ৩টি উইকেট পেয়েছিলেন।'
ভারত ও আরব আমিরাতের উইকেট এক নয়। আরব আমিরাতের মত উইকেটে যতটা সম্ভব ফুলার লেন্থে বল করে সফল হওয়া যায় বলেও অভিমত নিউজিল্যান্ডের এই সাবেক অলরাউন্ডারের। এছাড়াও বলের গতি নিয়ন্ত্রণের কারণেও চাহাল এতটা সফল হতে পেরেছেন বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে স্টাইরিস আরো বলেন, 'এখন এটিই (চাহালের উইকেট বিশ্লেষণ) আমাকে অনেকগুলো বিষয় বুঝতে সহজ করে দেয়। আরব আমিরাতের উইকেট ফুলার লেন্থে বল করার জন্য আদর্শ। কারণ আরব আমিরাত এবং ভারতের পরিবেশ ভিন্ন, তাই তিনি ফুলার লেন্থে বল করছিলেন। এছাড়াও আপনি কোথায় রয়েছেন এটির কারণেও বলের গতি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। সে অনেক ঝুলিয়ে বল করে যা ব্যাটসম্যানকে ড্রাইভ করতে বাধ্য করায়। এটা আমি বেশ আগ্রহের সঙ্গে লক্ষ করেছি।'