অধিনায়ক ধোনিতে মজেছেন বাটলার

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট বিশ্বে ক্যাপ্টেন কুল হিসেবে সুপরিচিত মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ভক্তের সংখ্যাও কম নয়। তেমনই একজন ভক্তের নাম জস বাটলার। ধোনির অধিনায়কত্ব তো বটেই তাঁর অভিনব হেলিকপ্টার শটে মুগ্ধ ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ভারতের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় ধোনিকে। অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। এরপর নেতৃত্ব গুণে ঘরের মাঠে ভারতকে ২০১১ বিশ্বকাপ শিরোপা এনে দেন এই তারকা ক্রিকেটার।

শুধু তাই নয়, ধোনির নেতৃত্বেই ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। একই সঙ্গে তাঁর অধিনায়কত্বে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর স্থানটি দখলে নেয় ভারত। শুধু দেশের হয়েই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বেশ সফল ধোনি। চেন্নাই সুপার কিংসকে এরই মধ্যে তিনবার শিরোপা জিতিয়েছেন তিনি।
অসামান্য সাফল্যমন্ডিত ধোনির ভূয়সী প্রশংসা করতে তাই ভোলেননি বাটলার। ২০১১ বিশ্বকাপে ধোনির ব্যাটিংয়ের স্মৃতিচারণ করে টাইমস অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইংলিশ এই ক্রিকেটার।
সেখানে বাটলার বলেন, '২০১১ বিশ্বকাপের ফাইনালে একটি মুহুর্ত আমার মনে দাগ কেটে গেছে। কতটা সাবলীলভাবেই তিনি ব্যাট করতে নামলেন এবং বললেন আমি ট্রফিটাকে আমার দেশে দেখতে চাই। তিনি যেভাবে ছয় হাঁকিয়ে খেলাটা শেষ করলেন সেটা সবসময় আমাকে অনুপ্রাণিত করে।'
অধিনায়ক ধোনির ঠান্ডা মাথায় খেলার পারদর্শীতা নিয়েও স্তুতি করেন বাটলার। তাঁর ভাষায়, 'মাঠে তাঁর (ধোনির) আচরণ আমার খুব ভালো লাগে। যথেষ্ট শান্তশিষ্ট তিনি। আমি তাঁর বিধ্বংসী ব্যাটিং পছন্দ করি বিশেষ করে হেলিকপ্টার শট। আমি সবসময় টেলিভিশনে আইপিএল দেখতাম। তার কিছু অনবদ্য ইনিংস আমার এখনো মনে পরে।'