ধোনি নয়, ফিনিশার হিসেবে ব্রাভো-জাদেজাকে পছন্দ লারার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই সুপার কিংসে ফিনিশারের ভূমিকায় ডোয়াইন ব্রাভো কিংবা রবীন্দ্র জাদেজাকে দেখতে চান ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে অনেকটাই ব্যর্থ চেন্নাইয়ের ফিনিশিংয়ের দায়িত্বে থাকা ব্যাটসম্যানরা। বিশেষ করে দলটির অধিনায়ক মহেন্দ্রা সিং ধোনি এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি ফিনিশার হিসেবে। সেকারণেই ব্রাভো এবং জাদেজাকে বেশি সুযোগ দেয়ার পক্ষে লারা।

বেশ কিছুদিন ধরেই ফিনিশার খ্যাত ধোনি সমালোচিত হচ্ছেন তাঁর পারফরম্যান্স নিয়ে। যার শুরুটা হয়েছিল গত বছরের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। শেষ মুহূর্তে দলকে জেতাতে না পারায় সমর্থকদের রোষানলে পড়তে হয় তাঁকে।
চেন্নাই সুপার কিংসেও যথারীতি ব্যর্থ ধোনি। তাই স্টার স্পোর্টসকে লারা বলেছেন, ‘এটি (ধোনির ফিনিংশের অক্ষমতা) নিয়ে কিছুটা দ্বিধান্বিত আমি। আপনি হয়তো মনে করবেন সে নিজের একটি অবস্থান তৈরি করেছে যেখানে সে অভ্যস্ত। তবে আমার মনে হয় অন্য খেলোয়াড়দের দিয়েও তার নজর দেয়া দরকার।'
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট নেওয়া ব্রাভো চলতি মৌসুমে বল হাতে দারুণ পারফর্ম করলেও ব্যাট হাতে খেলার সুযোগ পাননি। তবে এরপরেও ব্রাভো এবং ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার জাদেজার প্রতি আস্থা রাখতে চান লারা।
ক্যরিবিয়ান কিংবদন্তি বলেন, 'তারা (চেন্নাই) কয়েকটি ম্যাচ খেলেছে যেখানে অলরাউন্ডার ব্রাভো তেমন সুযোগ পায়নি ব্যাটিংয়ের। সে দুর্দান্ত একজন ফিনিশার, এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে আমার মতে সবকিছু তার পক্ষে যাচ্ছে না। বাকি ক্রিকেটারদের মধ্যে জাদেজাকে দেখুন সে আজ (গতকাল) কিভাবে ব্যাট করেছে। যখন সে ক্রিজে এসেছে তখন জয়ের সম্ভাবনা খুব কম ছিল। তাই এটি নিয়ে তাকে কাজ করতে হবে।'
টুর্নামেন্টের শুরুটা ভালো করলেও পরের ম্যাচগুলোতে এসে খেই হারিয়ে ফেলেছে স্টিভেন ফ্লেমিংয়ের শিষ্যরা। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।