মরগান নয়, কার্তিককেই কলকাতার অধিনায়ক চান হগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত আহামরি পারফরম্যান্স উপহার দিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথম চার ম্যাচের মধ্যে সমান দুইটি করে জয় এবং পরাজয় তাদের।
শনিবার (৩ অক্টোবর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৮ রানে পরাজিত হওয়ার পর কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কার্তিকের পরিবর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগানকে কলকাতার নেতৃত্বে দেখতে চান বেশিরভাগ ক্রিকেট প্রেমিই।

তবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার ব্র্যাড হগ কার্তিককেই অধিনায়ক রাখার পক্ষে। বিদেশি বলেই মরগানকে অধিনায়ক হিসেবে দেখতে চান না তিনি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাবেক এই স্পিনার বলেন, 'আপনার এটা মনে রাখতে হবে মাত্র চারজন বিদেশি খেলোয়াড় নেয়া যাবে দলে। যদি মরগান খারাপ খেলে তখন কলকাতাকে টম ব্যান্টনকে খেলাতে হবে। মরগানকে অধিনায়ক হিসেবে নিলে তাকে বাদ দেয়া কঠিন হয়ে যাবে। তাই আমি কার্তিককেই অধিনায়ক হিসেবে দেখতে চাই।'
মরগানকে অধিনায়ক হিসেবে দেখতে না চাইলেও তাকে নেতৃত্বে দেখাটা দারুণ ব্যাপার হতো বলে মনে করেন হগ। বর্তমান অধিনায়ক দিনেশ কার্তিককে ইংলিশ অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন সাবেক অজি কিংবদন্তি।
তিনি বলেন, 'মরগানকে অধিনায়ক করতে পারলে ভালো। সে দারুণ একজন অধিনায়ক। যখন আপনার দলে তার মতো কেউ থাকবে, তখন তার অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। কিন্তু আমার মনে হয় কার্তিক দারুণ করেছে। কিন্তু তার মরগানের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।'
বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে দুই জয় নিয়ে চতুর্থ স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে তারা।