ইরফানের সঙ্গে এক কোটি শতাংশ একমত হরভজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের এক টুইট বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন আগে অবসর নেয়া মহেন্দ্র সিং ধোনিকে উদ্দেশ্য করে সেই টুইটটি করেছেন তিনি বলে মনে করছেন অনেকে।


টুইটারে ইরফান লিখেন, 'কিছু মানুষের জন্য বয়স কেবল একটা সংখ্যা মাত্র। কিন্তু বাকিদের জন্য এটা বাদ পড়ার কারণ...' এই টুইটের পরেই রীতিমত আলোচনার ঝড় উঠে। যাতে যোগ দেন ধোনির আরেক সাবেক সতীর্থ হরভজন সিং। ইরফানের প্রতি সমর্থন জানিয়ে ফিরতি টুইটে হরভজন লিখেন, 'তোমার সঙ্গে এক কোটি পার্সেন্ট একমত।'


promotional_ad

দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। দলের সঙ্গে ব্যাটিং ফর্মটাও হতাশাজনক অধিনায়ক ধোনির। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাত রানে পরাজিত হয় চেন্নাই। যা তাদের টানা তৃতীয় পরাজয়।


ফিনিশার হিসেবে পরিচিত ধোনি ৩৬ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন। এরপরই টুইটারে মন্তব্য করেন এক সময় তাঁর অধিনায়কত্বে খেলা ইরফান পাঠান। 


যদিও এই টুইটগুলো আদৌ ধোনিকে নিয়ে করা হয়েছে কিনা তা নিয়ে অনেকেই সন্দীহান। কারণ চলতি আসরেও চেন্নাইয়ের হয়ে খেলার কথা ছিল হরভজনের। শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান এই স্পিনার।


এদিকে হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়ে আজ রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে চেন্নাই। বর্তমানে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ধোনির নেতৃত্বাধীন দলটি। তাদের প্রতিপক্ষ পাঞ্জাব রয়েছে সাত নম্বরে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball