promotional_ad

আইপিএলে নিজেকে ফিনিশারের ভূমিকায় চান রশিদ

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিনিশারের দায়িত্ব পেলে লুফে নেবেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার বিগ ব্যাশ লিগের ব্যাটিং অভিজ্ঞতা আইপিএলে কাজে লাগাতে চান।


সীমিত ওভারের ক্রিকেটে রশিদের ব্যাটিং সামর্থ্য বেশ কয়েকবার দেখা গেছে। তেমন কোনও বড় ইনিংস খেলতে না পারলেও ক্যামিও ইনিংসে কখনও আফগানিস্তান, কখনও সানরাইজার্স হায়দরাবাদ বা কখনও অ্যাডিলেড স্ট্রাইকারসের হয়ে ঝড় তুলেছেন তিনি।


promotional_ad

ভারতের একটি গণমাধ্যমকে রশিদ বলেন, 'আমার সবসময় মনে হয়েছে, যখন তিন-চার ওভার বাকি থাকে খেলার তখন ব্যাট হাতে আমি সেরা পারফর্ম করতে পারি। এটা নির্ভর করে তখনকার অবস্থার ওপর।


বিগ ব্যাশে যখন আমি খেলেছি, তখন তারা আমাকে ১৫ ওভারের পর যেতে বলেছিল। কোচ এবং অধিনায়কের কাছ থেকে আপনি যখন এরকম সাড়া পান তখন সেটা অবশ্যই দারুণ।'


টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের মোট রান ৯৩৯। একটি হাফ সেঞ্চুরিও আছে তাঁর। তবে রশিদের স্ট্রাইক রেট (১৪৬.৪৮) তাঁর ক্যামিও খেলার সামর্থ্যের জানান বেশ ভালোভাবেই দেয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১২৫.৩৮ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি।


রশিদ আরও বলেন, 'ব্যাটিং নিয়ে আমার অনেক বেশি ভাবনার দরকার নেই। বরঞ্চ পুরো ম্যাচে আমি কি করব সেটা নিয়েই আমার চিন্তা হওয়া উচিত। দলের জন্য আমি সবসময়ই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball