রশিদ-নবিদের পুরো সময় পেতে সূচিতে পরিবর্তন!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে এগিয়ে এসেছে শাপাগিজা ক্রিকেট লিগের সূচি। ৬ সেপ্টেম্বর শুরু হবে আফগানদের জনপ্রিয় এই ঘরোয়া টি-টোয়েন্টি আসরটি।
১৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল জমজমাট এই লিগটির। শেষ হওয়ার কথা ছিল ২৬ সেপ্টেম্বর। কিন্তু ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল। ফলে নতুন সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বরেই শেষ হবে শাপাগিজা ক্রিকেট লিগের সপ্তম আসর।

আফগানিস্তান দল থেকে আইপিএলের মঞ্চ মাতাবেন রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানরা। শাপাগিজা ক্রিকেট লিগ চলাকালিন আফগানদের অন্যতম সেরা তিন ক্রিকেটার যেন শেষপর্যন্ত খেলতে পারেন- এ কারণেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই ক্রিকবাজকে বলেন, 'শাপাগিজা ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন এনেছি আমরা। এটা ৬ সেপ্টেম্বর শুরু হবে। আমরা রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমানদের পুরো সময়টা পেতে চাই।'
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাবুল ক্রিকেট স্টেডিয়ামে। বরাবরের মতো এবারও ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আসরটি। দলগুলো হচ্ছে অ্যামো শার্কস, বান্দে আমির ড্রাগন্স, বুস্ট ডিফেন্ডার্স, কাবুল ঈগলস, মিস আয়নাক নাইটস এবং স্পিন ঘার টাইগার্স।
মিস আয়নাক নাইটস শেষবার শিরোপা জিতেছিল। করোনার প্রকোপ শুরুর পর এবারই প্রথমবার ক্রিকেট ফিরছে আফগানিস্তানে।