promotional_ad

মোদির মামলায় কপাল খুলে গেল বিসিসিআইয়ের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লোলিত মোদির কথা মনে আছে? দুর্নীতির দায়ে যাকে ভারতীও ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বরখাস্ত করেছিল? এবারে সেই লোলিত মোদির সময়কার এক মামলা করোনাকালীন বিপদে ঢাল হয়ে দাঁড়ালো বিসিসিআইয়ের সামনে। কেননা ২০১০ সালের সেই মামলায় জয় লাভ করেছে বোর্ড। আর তারই সুবাদে প্রায় ৮৫০ কোটি রুপি বোর্ডের কোষাগারে জমা পড়তে যাচ্ছে।


পুরো বিষয়টি বুঝতে আমাদের ফিরে তাকাতে হবে আজ থেকে ১০ বছর আগে অর্থাৎ ২০১০ সালে। সে বছর আইপিএলের ভারতের বাহিরে সম্প্রচার স্বত্বের বিষয়ে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে ৮০০ কোটি টাকার একটি চুক্তি করেছিলেন সাবেক এই আইপিএল কমিশনার। মজার বিষয় হলো চুক্তির বিষয়টি একেবারেই অজানা ছিল বোর্ডের কাছে।


promotional_ad

শুধু তাই নয়, আইপিএলের গভর্নিং কাউন্সিলকেও সেই চুক্তির বিষয়ে জানানোর প্রয়োজন মনে করেননি মোদি। পরবর্তিতে সেই চুক্তিতে দুর্নীতির গন্ধ পান তখনকার ভারতীয় বোর্ড সেক্রেটারি এন শ্রীনিবাসন। সেই সঙ্গে আলোচনা করে সেই চুক্তিটি বাতিলও করে দেন তিনি।


এই ঘটনার প্রেক্ষিতে ললিত মোদিকে দুর্নীতির অভিযোগে আইপিএল কমিশনারের পদ থেকে বহিষ্কার করা হয়। অপরদিকে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করে সম্প্রচারকারী সংস্থা ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপ।


প্রায় ১০ বছর পর সেই মামলার নিষ্পত্তি করল ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিভঙ্গের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সে সঙ্গে জানানো হয়েছে, এসক্রো অ্যাকাউন্টে (তৃতীয় কোনও ব্যক্তি বা ট্রাস্টের জিম্মায়) থাকা ৮০০ কোটি রুপি ৭ বছরের সুদসহ ব্যবহার করতে পারবে ভারতীয় বোর্ড।


ফলশ্রুতিতে করোনাকালীন এই আর্থিক মন্দার সময় বিসিসিআই পেল প্রায় সাড়ে ৮০০ কোটি রুপি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball