আরও ১০ বছর খেলবেন ধোনি, আশাবাদি হাসি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহেন্দ্র সিং ধোনিকে আরও ১০ বছর ক্রিকেট মাঠে দেখতে চান মাইকেল হাসি। তবে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বাস্তবতা মেনে জানিয়েছেন, এতো লম্বা সময় খেলা কঠিন হবে ভারতের সাবেক অধিনায়কের জন্য। তাই হাসির চাওয়া যত বেশিদিন সম্ভব, খেলেন যেন ধোনি।
আইপিএলে চেন্নাই সুপার কিংসে এক সঙ্গে খেলেছেন হাসি এবং ধোনি। ২০১০ এবং ২০১২ সালে চেন্নাইয়ের হয়ে আইপিএল শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন হাসি। ধোনিকে তাই খুব কাছ থেকে চেনা আছে সাবেক এই অজি ক্রিকেটারের।

এক অনলাইন সাক্ষাৎকারে হাসি বলেছেন, ‘ভারত এবং চেন্নাই সুপার কিংসের জন্য দীর্ঘদিন ধরে অসাধারণ এখন খেলোয়াড় হয়ে আছেন ধোনি। আমরা আশা করি ধোনি আরও ১০ বছর ধরে খেলবে। তবে আমি নিশ্চিত নই এটি সম্ভব হবে কি না। আশা থাকবে, সে যেন যত বেশিদিন সম্ভব খেলতে পারে।’
আইপিএলে তিন আসরের চ্যাম্পিয়ন চেন্নাই। এরমধ্যে দুইবারই ধোনির অধীনে খেলেছেন হাসি। জানিয়েছেন, ভারতের ওয়ানডে দলপতির অধীনে আইপিএল উপভোগ করেছেন তিনি। তার অধীনে খেলতে ভালোবাসতেন।
হাসি আরও বলেন, ‘ধোনির অধিনায়কত্ব আমি ভালোবাসি। সে খুবই শান্ত থাকে, সবসময় খেলোয়াড়দের পাশে থাকে এবং তাদের প্রতি আস্থা প্রদর্শন করে। খেলার ট্যাকটিক্যাল বিষয়গুলোও বেশ ভালো সামলায়। যখন সে কোন সিদ্ধান্ত নেয়, তখন অনেকেই তাতে আস্থা রাখতে পারে না। কিন্তু দিন শেষে এটিই কাজে লাগে।’
ধোনির ব্যাটিংয়ের প্রসঙ্গে এনে তিনি আরও যোগ করেন, ‘কঠিন রান তাড়ার ম্যাচে ধোনির সঙ্গে ব্যাটিং করার একটা অন্যরকম রোমাঞ্চ আছে। এমন পরিস্থিতিতে সে নিজেকে খুবই গুছিয়ে রাখে এবং প্রতিটি সিদ্ধান্ত হিসেব কষে নেয়। ম্যাচের একদম শেষ ওভার পর্যন্ত উইকেটে থাকতে চায় সে।’