আইপিএলের আয়োজন করতে বিসিসিআইকে ইসিবির প্রস্তাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার ???্রকোপে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রাখা হয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরটি। স্থগিত করা হলেও আইপিলের আসরটি নিয়ে এখনই আশা ছাড়তে নারাজ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের আসরটি শুরু করার সম্ভাব্য সকল উপায় খুঁজছে বিসিসিআই।
বোর্ড চাইছে ফাঁকা স্টেডিয়ামে হলেও আইপিএল শুরু হোক। এমনকি ভারতের চলমান করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তবে বিদেশের মাটিতে আয়োজনের কথাও ভেবে রেখেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। ভারতের সংবাদমাধ্যমগুলোতে জোরেশোরেই গুঞ্জন চলছে বোর্ড বিদেশের মাটিতে বসাবে এবারের আইপিএলের আসর। একই সঙ্গে সম্ভাব্য দেশ হিসেবে উঠে আসছে শ্রীলংকা, আরব আমিরাত এবং দুবাইয়ের কথা।

এরই ধারাবাহিকতায় এমরিটেস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে বিসিসিআইকে প্রস্তাব দেওয়া হয়েছে আইপিএলের আসরটি আরব আমিরাতে অনুষ্ঠিত করার জন্য। বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।
আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি বলেন, ‘অতীতে, সংযুক্ত আরব আমিরাতে সফলতার সঙ্গে আইপিএলের ম্যাচ আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। নিরপক্ষে ভেন্যুতে রেকর্ড পরিমাণ দ্বি-পাক্ষিক সিরিজ ও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে আমরা নিজেদের প্রমাণ দিয়েছি অতীতে। আমাদের অত্যাধুনিক সুবিধাগুলো আমিরাতকে সব ধরনের ক্রিকেট আয়োজনের জন্য সবার কাছে পছন্দের জায়গা করে তুলেছে।’
এদিকে বিসিসিআই সূত্রমতে, আগামী অক্টোবরে আইপিএল আয়োজন করার কথা ভাবছে তাঁরা। কিন্তু সেজন্য তাদের তাকিয়ে থাকতে হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি এ বছর না হয় তবে এই পদক্ষেপ নিতে পারে বিসিসিআই।
এর আগে ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহরূপ নেয়ায় প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত সেটি পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতে লকডাউনের সময় বাড়তে থাকলে অনিশ্চিত হতে থাকে আইপিএলের ভবিষ্যৎ।