promotional_ad

বিদেশের মাটিতে আইপিএল!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপে লণ্ডভণ্ড হয়ে গেছে চলতি বছরের পুরো ক্রিকেটের সূচী। অনিশ্চয়তার মুখে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই সঙ্গে ঝুলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভাগ্যও। করোনার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ত্রয়োদশ আসরটি।


স্থগিত করা হলেও আইপিলের আসরটি নিয়ে এখনই আশা ছাড়তে নারাজ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের আসরটি শুরু করার সম্ভাব্য সকল উপায় খুঁজছে বিসিসিআই। বোর্ড চাইছে ফাঁকা স্টেডিয়ামে হলেও আইপিএল শুরু হোক। এমনকি ভারতের চলমান করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তবে বিদেশের মাটিতে আয়োজনের কথাও ভেবে রেখেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।


promotional_ad

বিষয়টি নিয়ে বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।


আইপিএল যদি বাতিল হয় তাহলে স্বাভাবিকভাবেই বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতের ক্রিকেট বোর্ড। টাকার অংকে ক্ষতির পরিমাণটা নেহাতই কম নয়; প্রায় চার হাজার কোটি টাকা। কেননা, আইপিএলের টিভি স্বত্ব থেকে প্রতিবছরের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আয় করে বোর্ডে। আইপিএল বাতিল হলে, সেটা আর আসবে না। সেই সঙ্গে দর্শকদের টিকেট ও স্পন্সরের লোকসান তো আছেই।


ভারতের সংবাদমাধ্যমগুলোতে জোরেশোরেই গুঞ্জন চলছে বোর্ড বিদেশের মাটিতে বসাবে এবারের আইপিএলের আসর। একই সঙ্গে সম্ভাব্য দেশ হিসেবে উঠে আসছে শ্রীলংকা, আরব আমিরাত এবং দুবাইয়ের কথা।


তবে ভেতরকার কথা হল, সবই নির্ভর করছে ভারত এবং সারা বিশ্বে করোনা পরিস্থিতি কী রূপ নেয়, সেটার ওপর। টুর্নামেন্টে অংশ নেয়া খেলোয়াড়রা যে দেশ থেকে আসবেন সেখানকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে অনিশ্চিতই থেকে যাবে আইপিএলের ভবিষ্যৎ।


এর আগে ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহরূপ নেয়ায় প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত সেটি পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতে লকডাউনের সময় বাড়তে থাকলে অনিশ্চিত হতে থাকে আইপিএলের ভবিষ্যৎ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball